অজয় নদীর ধারা বহে
অজয় নদীর ধারা বহে অবিরাম,
দুইধারে ছায়াঘেরা ছোট ছোট গ্রাম।
রাঙাপথে আসে যত গ্রাম্যবধূ সব,
গাছে গাছে পাখিদের শুনি কলরব।
অজয় নদীর ধারা অবিরত বয়,
নদীজল কলকল শব্দে কথা কয়।
সরু বালি চরে আসে শালিকের দল,
সারাদিন চরে বসে খেলে অবিরল।
অজয় নদীর ধারা সদা বয়ে চলে,
নদীঘাট সারাদিন ভরে কোলাহলে।
বেলাশেষে পশ্চিমেতে সূর্য বসে পাটে,
সাঁঝের আঁধার নামে অজয়ের ঘাটে।
শ্মশানে জ্বলিছে চিতা অজয়ের পারে,
রাত কাটে ভোর হয় নদীর কিনারে।
'অজয় নদীর ধারা সদা বয়ে চলে,
নদীঘাট সারাদিন ভরে কোলাহলে।
বেলাশেষে পশ্চিমেতে সূর্য বসে পাটে,
সাঁঝের আঁধার নামে অজয়ের ঘাটে।'
কবিতায় অভিনন্দন এবং ভালোবাসা প্রিয় কবি মি. ভাণ্ডারী।
অজয় এর সাথে সাথে আপনার জন্যও শুভ কামনা কবি।
অজয়ের পাড়ে একদিন ঠিক যাবোই যাবো।
সুন্দর কবিতা।
এমন এই গ্রীষ্মে ধারা বহমান থাকুক না থাকুক অজয় নদীর ধারা বহে চলুক বিরামহীন প্রিয় কবি।
"অজয় নদীর ধারা অবিরত বয়, নদীজল কলকল শব্দে কথা কয়। সরু বালি চরে আসে শালিকের দল, সারাদিন চরে বসে খেলে অবিরল " —- সুন্দর !!