নববর্ষের আলোকে
লক্ষ্মণ ভাণ্ডারী
হারিয়ে যাওয়া দিনগুলিকে
নতুন আলোয় দেখি,
পুরানো দিনের স্মৃতি যত
মনের গহনে রাখি।
আজকে যখন নতুন আলো
ছড়ায় ভুবন পর,
খুশির রঙে রাঙিয়ে তুলি
জীবন নদীর চর।
নতুন বছর আনুক বয়ে
সুখ, সমৃদ্ধি ও শান্তি,
বিশ্বের মাঝে ঘুচুক ক্লেশ
বিষাদ, প্রমাদ, ভ্রান্তি।
খুশির রঙের দিনগুলি
হারিয়ে যখন যায়,
বিস্মৃতির অতল তলে
জমে স্মৃতির পাতায়।
নববর্ষের নতুন আলোকে
হৃদয় উঠুক ভরে,
কান্না হাসির লুকোচুরি
সারাটা বছর ধরে।
নতুন বছর আনুক বয়ে
সুখ, সমৃদ্ধি ও শান্তি,
বিশ্বের মাঝে ঘুচুক ক্লেশ
বিষাদ, প্রমাদ, ভ্রান্তি।
শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুণ প্রিয়কবি।
পারিবারিক জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করি।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!
নববর্ষের শুভেচ্ছা কবি লক্ষ্মণ ভাণ্ডারী।
আপনাকেও শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই প্রিয়কবি।
পারিবারিক জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করি।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!
ভালো লিখেছেন কবি।
শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই প্রিয়কবি।
পারিবারিক জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করি।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!
নববর্ষের নতুন আলোকে হৃদয় উঠুক ভরে প্রিয় কবি দা।
নববর্ষের নতুন বর্ণচ্ছটায় আলোকিত হয়ে উঠুক আমার, আপনার ও সবার।
সারাটা বছর আনন্দেই কাটুক প্রিয়কবির। শুভেচ্ছা রইল।
পারিবারিক সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করি।
সাথে থাকুন প্রিয়কবি।
জয়গুরু!
আজকে যখন নতুন আলো ছড়ায় ভুবন পর,
খুশির রঙে রাঙিয়ে তুলি জীবন নদীর চর।
শুভ নববর্ষে আপনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। পুরাতন বছরের
দিনগুলিতে না বুঝে অজান্তে যদি কোনরকম ভুল হয়ে থাকে
তা নববর্ষে ধুয়ে দেবেন আন্তরিকতার পরশ দিয়ে।
সাথে থাকবেন সদাই।জয়গুরু!