দেবতা পূজে ধর্ম হয় না শোন রে মানুষ ভাই।
মানুষ দেবতা সবার দেবতা অন্তরে তার ঠাঁই।
মানুষকে যদি ভালবেসে টেনে নাও তুমি কাছে,
মানুষের ধর্ম সেরাধর্ম তার চেয়ে কি ধর্ম আছে?
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান সবাই ঈশ্বরের সন্তান,
সবার উপরে মানুষ জাতি গাহি মানুষের জয়গান।
মানবসেবা করলে তবেই মানুষ ভগবান তুষ্ট হয়।
মানুষ পূজন করো সবাই নেই তো কোন সংশয়।
মানুষের সেবা শ্রেষ্ঠ ধর্ম এর চেয়ে বড় কিছু নাই,
মানুষকে ভালবাস, জীবজ্ঞানে শিবসেবা করা চাই।
চেয়ে দেখো এই ধরার মাঝে মানুষে মানুষে লড়াই।
রক্ত ঝরানো নেশা ভুলে এস মানুষের জয়গান গাই।
মানবের সেবা ঈশ্বরের সেবা শোন ওরে মানুষ ভাই,
সবার উপরে মানুষ ঈশ্বর মানুষের উপরে কেহ নাই।
মানুষকে যদি ভালবেসে টেনে নাও তুমি কাছে,
মানুষের ধর্ম সেরাধর্ম তার চেয়ে কি ধর্ম আছে?
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
শুভকামনা প্রিয়জন।
ধন্যবাদ প্রিয় কবিবর। সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
মানুষের ধর্ম সেরাধর্ম তার চেয়ে কি ধর্ম আছে? নাই কবি ভাণ্ডারী। যারা মানেন না তারা অন্ধ।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান সবাই ঈশ্বরের সন্তান,
সবার উপরে মানুষ জাতি গাহি মানুষের জয়গান।
ভালোবাসা ভাণ্ডারী দা।
দেবতা পূজে ধর্ম হয় না। শতভাগ সত্য প্রিয় কবি দা।
মানুষকে ভালোবাসার বিকল্প নেই। সেটাই ধর্ম।