শতাব্দীর পর শতাব্দী চেয়ে থাকতে চায়
দিনের অালোয় যেখানে অালোহীন।
শতসহস্র অন্ধকার
অথচ জীবন-মৃত্যুর বিস্বাদ নিয়ে অারও
এগিয়ে যেতে হবে দূর হতে দূরান্তরে।
যেখানে জীবনের সব অায়োজন থমকে দাড়িয়ে
দিনের পর দিন অন্ধকার নিয়ে প্রতীক্ষা করছে।
তবুও শতাব্দীর পর শতাব্দী চেয়ে থাকতে চাই
তরুণ প্রাণের ক্ষত-বিক্ষত হাহাকার অার
অার্তনাদের কহন নিয়ে।
এইতো জীবন কত সুন্দর, কত সুন্দর
স্টীম রোলারের চাকার মতো
নিজেকে পিষে পিষে
অস্তিত্বের নিমিত্তে, তোমাকে এগিয়ে যেতে হবে
অালোহীন থেকে অালোর পথে।
সেখানেই,
প্রতীক্ষার বাণী নিয়ে বসে জগতের শ্রেষ্ঠ সন্তান।
যেখানে রয়েছে সুকান্তের বিদ্রোহীতা অারও
রয়েছে ডিরোজিওর মাহাত্ম্য।
লিখাটি তার নিজস্ব সৌকর্যে অতুলনীয় হয়েছে। অভিনন্দন মি. জাকির হোসাইন বিপ্লব।
অদ্ভুত সুন্দর কবি জাকির হোসাইন ভাই। প্রশংসা করলাম। ভালোবাসা।
আপনার দ্বিতীয় লেখা। বেশ সুন্দর কবি।
শতাব্দীর পর শতাব্দী চেয়ে থাকতে চায়
দিনের অালোয় যেখানে অালোহীন।
সুন্দর লিখেছেন কবি দা। শব্দনীড়ে আপনাকে স্বাগতম।
নিঃসন্দেহে ভালো একটি কবিতা।
ধন্যবাদ সবাইকে অনুপ্রেরণা দেওয়ার জন্য।
সুন্দর কবিতা
শুভেচ্ছা