অজয়ের দুইধারে আছে ছোটগ্রাম,
অজয় নদীর ধারা বহে অবিরাম।
বৈশাখের মাসে তার হয় হাঁটুজল,
হাঁটুজলে হাঁসগুলি করে কোলাহল।
গরুগাড়ি পার হয়, যাত্রী হয় পার,
নদীজলে ছোটমাছ কাটিছে সাঁতার।
গাঁয়ের বধূরা সব জল নিতে আসে,
উড়ে যায় শঙ্খচিল সুনীল আকাশে।
অজয়ের দুইধারে, ছোট ছোট গাছ,
ছোটগাছে ছোটপাখি করে কত নাচ।
বেলা পড়ে আসে যবে অজয়ের ঘাটে,
সোনালী কিরণ ঝরে, সূর্য বসে পাটে।
সাঁঝের আঁধারে নদী কল কল বয়,
অবশেষে রাত কাটে সুপ্রভাত হয়।
বেলা পড়ে আসে যবে অজয়ের ঘাটে, সোনালী কিরণ ঝরে, সূর্য বসে পাটে।
অজয় ভালোবাসি।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। সাথে থাকুন এটা প্রত্যাশা করি।
অজয় নদীর কাব্য আগামী দিন থেকে প্রতি শনিবার রাত্রে প্রকাশিত করা হবে।
অজয় নদীর কাব্য (সাপ্তাহিক সংখ্যা) প্রথম পর্ব। প্রকাশের পথে। খুব শীঘ্রই প্রকাশিত হবে।
সাথে থাকবে কবির প্রিয় নদী অজয়ের জলসিক্ত একাধিক কবিতামালা, এক গুচ্ছ কবিতা।
অনুরোধ অনুমোদনের প্রতীক্ষায় আছি।
আপনার মতামত পেলেই প্রকাশ দেব। ইচ্ছা আছে।
জয়গুরু!
অভিনন্দন কবি।
সু-মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রিয়কবিকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন।
অজয় নদীর কাব্য আগামী দিন থেকে প্রতি শনিবার রাত্রে প্রকাশিত করা হবে।
অজয় নদীর কাব্য (সাপ্তাহিক সংখ্যা) প্রথম পর্ব। প্রকাশের পথে। খুব শীঘ্রই প্রকাশিত হবে।
সাথে থাকবে কবির প্রিয় নদী অজয়ের জলসিক্ত একাধিক কবিতামালা, এক গুচ্ছ কবিতা।
ভালো থাকবেন।
জয়গুরু!
ভালোবাসা কবি ভাণ্ডারী ভাই।
সহৃদয় মন্তব্যে মুগ্ধ করলেন প্রিয়। সু-মন্তব্যের জন্য ধন্যবাদ।
প্রিয়কবিকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন।
সাথে থাকবেন, পাশে রাখবেন।
স্বাধীন মতামত প্রকাশ করবেন।
এটাই প্রত্যাশা কবিবর।
ভালো থাকবেন।
জয়গুরু!
অজয়ের স্মৃতি আমাদের হৃদয়ে থাকুক কবি দা।
ভালো লাগে অজয়ের কবিতা।
সুন্দর।
শুভেচ্ছা কবি।