তোর জন্যেই এসব কিছু
ঘরছাড়া সব উদ্বাস্তু নৈয়ায়িক
হঠাৎ যদি চর পেয়ে যায় মাঝনদীতে
হঠাৎ যদি ইচ্ছেঘুড়ি ভোকাট্টা
আমিও তবে তোর স্বপ্নেই বিভোর হব।
আমিও তবে গল্পআসর রূপকথারই
শেষ ঠিকানায় খুঁজতে যাব সাতসকালে
তুইও যদি অন্যপথে ভ্রমণ করিস
গল্পআসর টানবে তোকেও সেন্টপার্সেন্ট।
দুঃখগুলো পকেটমারি কখন যে হয়
আমার তো এই উঞ্ছবৃত্তি যাযাবরী
তোর জন্যেই চর এঁকেছি নদীর মাঝে
তোর জন্যেই বিষাদ জমাই দুহাত ভরে।
পৃথিবীতে স্রষ্টা একে অপরের পরিপূরক করে তৈরি করেছেন। যাকে নিয়ে মানব ধরা স্ব-মননে সজ্জিত করে থাকেন। কল্পনার আচড়ে রাজ্য জয় করে। এগুলো ঐশী থেকেই আহুত। চমৎকার শব্দশৈলী কবি বন্ধু মি. সৌমিত্র চক্রবর্তী
ভালোবাসা সাইদুর রহমান১ ভাই। আজকাল আপনাকে দেখাই যায়না।
"তোর জন্যেই চর এঁকেছি নদীর মাঝে
তোর জন্যেই বিষাদ জমাই দুহাত ভরে।" ___ চমৎকার দুটি লাইন। শুভেচ্ছা সৌমিত্র।
বিশেষ কৃতজ্ঞতা প্রিয় ভাই। ভালোবাসা জেনো।
উপমার মাঝে অপূর্ব প্রস্তাবনা।
অনেক শুভকামনা।
শুভকামনা আপনাকেও আরণ্যক ভাই।
সুন্দর কবিতা কবি সৌমিত্র চক্রবর্তী। অভিনন্দন জানবেন।
ধন্যবাদ কবি সুমন আহমেদ ভাই।
দারুণ কবি সৌমিত্র চক্রবর্তী।
ধন্যবাদ কবিবোন শাকিলা তুবা।
অভিনন্দন কবি ভাই।
অভিনন্দন কবি বোন সাজিয়া আফরিন।
শুভেচ্ছা কবি।
ভালোবাসা সাঈদ আহমেদ ভাই।
দারুণ হয়েছে।
ধন্যবাদ কবি সাইদুর রহমান ভাই। ভালোবাসা।
সুন্দর কবিতা, ভালবাসা রইলো অনেক।