মনের নেই কোন স্টেশন
ছুটে চলে যখন তখন
ফেরারী মন ফেরারী সময়
ধূসর সময়ে হারিয়ে যায়।
নিস্তব্ধ নিরানন্দ নীলাকাশ
কিছু প্রজাপতি উড়ে উড়ে যায়
মুগ্ধতা ছড়িয়ে বাগান বিলাস
মনের নাটাই ঘুড়ি উড়ায়।
মানেনা মন বাধা-ব্যবধান
ছুটে চলে নিরবধি আপন স্টেশন
ফেরারী সময় ফেরারী মন
দূরে বহু দূরে ছেড়ে কোলাহল।
নিস্তব্ধ নিরানন্দের নীলাকাশে যদি প্রজাপতি উড়ে যায় …
মোহিত মুগ্ধতায় আত্মার শান্তি নিশ্চয়ই ছড়িয়ে যাবে বাগান বিলাসে। চমৎকার কবিতা।
ধন্যবাদ প্রিয় কবি।
শুভেচ্ছা সতত
গীতিকাব্যটি পড়লাম কবি শান্ত চৌধুরী। বেশ।
ধন্যবাদ প্রিয় কবি।
অফুরান্ত শুভ কামনা ..
ভালোবাসা ভালোবাসা কবি চৌধুরী ভাই।
অনন্ত ভালোবাসা কবি।
শুভ্র স্নিগ্ধ হউক প্রতিটি প্রহর
সুন্দর গীতিকাব্য প্রিয় কবি। অভিনন্দন।
ধন্যবাদ প্রিয় কবি।
নিরন্তর শুভ কামনা
বাহ্ বেশ চমৎকার লিখেছেন।
শুভেচ্ছা জানবেন।
ধন্যবাদ প্রিয় কবি।
অনন্ত ভালো থাকুন
প্রশংসা করলাম ভাই।
ধন্যবাদ প্রিয় কবি।
অনন্ত শুভ কামনা ….
সুন্দর গীতিকবিতা।
ধন্যবাদ প্রিয় কবি।
স্নিগ্ধ সুন্দরে কাটুক অনাবিল…