মনের স্টেশন (গান)

মনের নেই কোন স্টেশন
ছুটে চলে যখন তখন
ফেরারী মন ফেরারী সময়
ধূসর সময়ে হারিয়ে যায়।

নিস্তব্ধ নিরানন্দ নীলাকাশ
কিছু প্রজাপতি উড়ে উড়ে যায়
মুগ্ধতা ছড়িয়ে বাগান বিলাস
মনের নাটাই ঘুড়ি উড়ায়।

মানেনা মন বাধা-ব্যবধান
ছুটে চলে নিরবধি আপন স্টেশন
ফেরারী সময় ফেরারী মন
দূরে বহু দূরে ছেড়ে কোলাহল।

শান্ত চৌধুরী সম্পর্কে

নিঃসঙ্গতা যখন ঠুকরে খায় দুমড়ে মুচড়ে কাবু করে দেহের বাহীর ভিতর প্রবল সংজ্ঞাহীন অবগাহন। ১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র বাংলা ( জন্ম তারিখ )।

14 thoughts on “মনের স্টেশন (গান)

  1. নিস্তব্ধ নিরানন্দের নীলাকাশে যদি প্রজাপতি উড়ে যায় …
    মোহিত মুগ্ধতায় আত্মার শান্তি নিশ্চয়ই ছড়িয়ে যাবে বাগান বিলাসে। চমৎকার কবিতা।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ প্রিয়  কবি।

      শুভেচ্ছা সতত

  2. গীতিকাব্যটি পড়লাম কবি শান্ত চৌধুরী। বেশ। :)

    1. ধন্যবাদ প্রিয় কবি।

      অফুরান্ত শুভ কামনা ..

  3. ভালোবাসা ভালোবাসা কবি চৌধুরী ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. অনন্ত ভালোবাসা কবি।

      শুভ্র স্নিগ্ধ হউক প্রতিটি  প্রহর

  4. সুন্দর গীতিকাব্য প্রিয় কবি। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ প্রিয় কবি।

      নিরন্তর শুভ কামনা

  5. বাহ্ বেশ চমৎকার লিখেছেন। 

    শুভেচ্ছা জানবেন।    

    1. ধন্যবাদ প্রিয় কবি।

      অনন্ত ভালো থাকুন 

    1. ধন্যবাদ প্রিয় কবি।

      অনন্ত শুভ কামনা ….

    1. ধন্যবাদ প্রিয় কবি।

      স্নিগ্ধ সুন্দরে কাটুক অনাবিল…

মন্তব্য প্রধান বন্ধ আছে।