গাঁয়ের কবিতা মাটির গান কবিতা-৬
-লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের মাটিতে ফলে সোনার ফসল,
গাঁয়ের অজয় নদী বহে কল কল।
গাঁয়ের মানুষ সব আপন আমার,
বিপদে আপদে সাথে থাকে সবাকার।
গাঁয়ে রাঙাপথ বাঁকে আছে আমবন.
নদীঘাটে জল নিতে আসে বধূগণ।
সারি সারি তালগাছ পথের দুধারে,
রাঙাপথ এসে মিশে নদীর কিনারে।
গাঁয়ে আছে স্বর্গসুখ শান্তি, ভালবাসা,
এই গাঁয়ে জাগে মোর নিত্য নব আশা।
গাঁ আমার মা আমার, মাটি আমার মা,
জন্মভূমি গাঁয়ে মোর শান্তির ঠিকানা।
সুখের স্বর্গ আমার আমাদের গ্রাম,
আমাদের জন্মভূমি সুখ স্বর্গ ধাম।
এ গাঁয়ে জন্মেছি আমি শুন সর্বজন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।
গাঁয়ে আছে স্বর্গসুখ শান্তি, ভালবাসা,
এই গাঁয়ে জাগে মোর নিত্য নব আশা।
গাঁ আমার মা আমার, মাটি আমার মা,
জন্মভূমি গাঁয়ে মোর শান্তির ঠিকানা।
সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আপ্লুত হলাম। আন্তরিক শুভেচ্ছা জানাই।
সাথে থাকবেন। জয়গুরু!
গাঁয়ের মাটিতে ফলে সোনার ফসল, গাঁয়ের অজয় নদী বহে কল কল।
মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম। আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই।
সাথে থাকবেন। জয়গুরু!
চমৎকার কাব্য।
মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা রইল।
জয়গুরু! জয়গুরু!
গাঁ আমার মা আমার, মাটি আমার মা,
জন্মভূমি গাঁয়ে মোর শান্তির ঠিকানা।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই।
জয়গুরু! জয়গুরু!
অভিনন্দন প্রিয় কবি দা।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয় কবিবোন।
আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই।
জয়গুরু! জয়গুরু!