ভারতসূর্য ডুবে গেল হায়
গীতি-কবিতা-৪
-লক্ষ্মণ ভাণ্ডারী
ভারতসূর্য ডুবে গেল হায়
নামলো আঁধার ভারত জুড়ে,
বেইমানদের লক্ষ চারা
উঠলো দেশের মাটি ফুঁড়ে।
জননী কাঁদে পড়ে ধূলায়,
সন্তানেরা তার কাছে নাই
ভারতসূর্য ডুবে গেল হায়
মুখ ঢাকে হিমালয়ের চূড়ে।
ভারতসূর্য ডুবে গেল হায়
নামলো আঁধার ভারত জুড়ে।
দেশের মাটিতে বিদেশী এসে,
শকট চালায় অট্টহাসি হেসে,
জাতি ধর্ম সবাই নির্বিশেষে,
দিশেহারা হয়ে সকলেই ঘুরে।
ভারতসূর্য ডুবে গেল হায়,
নামলো আঁধার ভারত জুড়ে।
জাগো শ্রমিক, জাগো রে কিষাণ,
ধরো হাতে সবে বিজয় নিশান,
মাতৃপূজা কর ভারতের সন্তান,
গাও জয়গান বাংলার সুরে।
ভারতসূর্য ডুবে গেল হায়,
নামলো আঁধার ভারত জুড়ে।
ভারতসূর্য ডুবে গেল হায়
নামলো আঁধার ভারত জুড়ে,
বেইমানদের লক্ষ চারা
উঠলো দেশের মাটি ফুঁড়ে।
লিখাটায় বাস্তবতার ছোঁয়া আছে প্রিয় কবি দা।
মন্তব্যে মুগ্ধ ও আনন্দিত হলাম।
পাশে রাখুন, সাথে থাকুন।
জয়গুরু!
অভিনন্দন কবি লক্ষ্মণ ভাণ্ডারী। ধন্যবাদ।
আপনার মন্তব্যে মুগ্ধ ও আপ্লুত হলাম।
সাথে থাকবেন। জয়গুরু!
শুভেচ্ছা রইলো কবি দা।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম কবিবোন।
সাথে থাকবেন। জয়গুরু!
সবাই সুখি হোক।
সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম।
সাথে থাকুন। ধন্যবাদ। জয়গুরু!
আনন্দ গীতিকাব্য শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ কবি দা।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম কবিবোন।
সাথে থাকবেন। জয়গুরু!