গাঁয়ের টান মাটির গান
গীতিকবিতা-৫
সোনা রোদ উঁকি দেয়
আকাশের আঙিনায়,
গাছে গাছে ডালে ডালে
পাখি সব গীত গায়।
রাঙাপথে দুই ধারে
কচি কচি ধান গাছে,
সবুজের সমারোহে
খেত মাঠ ভরে আছে।
ফুল বনে ফুল শাখে
ফুটে ওঠে ফুল কলি,
পুষ্পকুঞ্জে পুঞ্জে পুঞ্জে
গুঞ্জরিয়া আসে অলি।
অজয়ের নদী বাঁকে
দুই ধারে কাশ ফুল,
শোভা অতি মনোরম
ভরে আছে দুই কূল।
বেলা শেষে অন্ধকার
নামে অজয়ের ঘাটে,
দিন শেষে সন্ধ্যা আসে
ভোর হয় রাত কাটে।
ইট- পাটকেলের শহরে বসবাস করছি অনেক বছর হলো। তাই এখন আর সবুজ ধানক্ষেত দেখা হয় না। না দেখা হলেও, আপনার কবিতা পড়ে কিছুক্ষণের জন্য ধানক্ষেতের সামনে দাঁড়িয়ে ছিলাম বলে মনে হচ্ছিল।
গা মা মাটি আর আপন মানুষদের ছেড়ে
দিল্লি মহানগরীর বুকে পড়ে আছি।
দম বন্ধ হয়ে আসে।
মন ছুটে যেতে চায় গাঁয়ের পানে।
পূরানো আমার গাঁয়ের স্মৃতিকে ভুলতে পারি না।
তাই কবিতার পাতায় পাতায় দু এক কথা লিখে
অবুজ মনটাকে স্বান্তনা দিই।
আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক শুভেচ্ছা জানাই।
জয়গুরু!
অভিনন্দন মি. ভাণ্ডারী।