নারীর অপমান….. জাতির অপমান নারীর সম্মান…..দেশের সম্মান চতুর্থ পর্ব

নারীর অপমান….. জাতির অপমান
নারীর সম্মান…..দেশের সম্মান চতুর্থ পর্ব

তথ্যসংগ্রহ ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

তেলঙ্গানা খুন-ধর্ষণে অভিযুক্তদের পুলিশি ‘সংঘর্ষে’ মৃত্যু নিয়ে তদন্ত করছে জাতীয় মানবাধিকার কমিশন। আজ সেই তদন্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন ওই ঘটনার শিকার তরুণীর প্রতিবেশীরা। অন্য দিকে বিষয়টি নিয়ে আগামিকাল শুনানি হবে তেলঙ্গানা হাইকোর্টে।

হায়দরাবাদে যে কলোনিতে নির্যাতিতা থাকতেন সেই কলোনির কয়েক জন বাসিন্দা আজ বিক্ষোভ দেখান। এক জন বিক্ষোভকারী বলেন, ‘‘খুন-ধর্ষণের ঘটনার সময়ে মানবাধিকার কমিশন একটিও কথা বলেনি কেন? এখন শেষ মুহূর্তে জেগে উঠে তারা অভিযুক্তদের মৃত্যু নিয়ে তদন্ত করছে। অভিযুক্তদেরই কি কেবল মানবাধিকার রয়েছে?’’ পরে অবশ্য মানবাধিকার কমিশনের তদন্তকারীরা নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন। নির্যাতিতার বাবা বলেন, ‘‘ওঁরা ঘটনার কথা জানতে চেয়েছেন। এখন আমাদের কী সমস্যা রয়েছে তা-ও জেনেছেন।’’ নিহত অভিযুক্তদের পরিবারের সদস্যদের এ দিন নারায়ণপেট থেকে হায়দরাবাদে আনা হয়। তাঁদের বক্তব্যও রেকর্ড করেছেন তদন্তকারীরা। এক অভিযুক্তের বোনের দাবি, ‘‘চাপের মুখে পড়ে ইচ্ছে করেই পুলিশ এ কাজ করেছে।’’

অন্য দিকে পুলিশি ‘সংঘর্ষ’-কে সমর্থন করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তেলঙ্গানার মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদব। আজ তিনি বলেন, ‘‘আমার বক্তব্যের কয়েকটি অংশকে সংবাদমাধ্যমে তুলে ধরা হচ্ছে। এটা ঠিক নয়। তাছাড়া তেলঙ্গানা পুলিশ যা করেছে তাকে অনেক সাংসদ, আইনজীবী-সহ বহু মানুষ সমর্থন করেছেন। কেবল আমাকে নিশানা করা হচ্ছে কেন?’

তথ্যসুত্র: আনন্দবাজার পত্রিকা

নারীর অপমান….. জাতির অপমান
নারীর সম্মান……….দেশের সম্মান।

জ্বলন্ত কবিতা-৪ (চতুর্থ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

পশু চিকিত্সকে সবে একে একে চারজনে একসাথে,
সারারাত ধরে বলাত্কার করে তারপরে ভোর রাতে-
জাপটি ধরি প্রিয়াংকাকে তারা শ্বাসরুদ্ধ করি করে খুন,
নিথর দেহে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিল দেহে আগুন।

জ্বালিয়া আগুন দ্রুতগতি ধায় করে তারা পলায়ন,
একা সেপথে আসে কোনমতে দুগ্ধওয়ালা একজন।
আগুন দেখি উঠিল চমকি ফোন করে তদনন্তর,
সংবাদ পেয়ে পুলিশ আসে ধেয়ে তথায় অতঃপর।

পুলিশ তারপরে তদন্ত করে অভিযুক্তদের করে গ্রেপ্তার,
পুলিশ হেফাজতে রাখি তাদের পরে করিল এনকাউন্টার।
মৃত প্রিয়াংকা! জীবন দিল সে যে ঝলসিয়া অগ্নিদাহে,
পুলিশের কাজ পুলিশে করেছে দোষ কিবা বল তাহে?

সমুচিত শাস্তি পায় অপরাধী সর্বশ্রেষ্ঠ সে বিচার,
জনতার রায় দোষী সাজা পায় আদালত জনতার।
করে জনগণ পুষ্প বরিষণ হেন শুনি নাহি কভু,
হায় প্রিয়াংকা! মৃতআত্মা তার শান্তি পাবে কি তবু?

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

14 thoughts on “নারীর অপমান….. জাতির অপমান নারীর সম্মান…..দেশের সম্মান চতুর্থ পর্ব

  1. পুলিশ তারপরে তদন্ত করে অভিযুক্তদের করে গ্রেপ্তার,
    পুলিশ হেফাজতে রাখি তাদের পরে করিল এনকাউন্টার।

    ছন্দ পদ্যে কাহিনী বেশ বোঝা যায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ ও প্রাণিত হলাম।
      সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠুক। শুভকামনা রইল।
      জয়গুরু!

  2. অনাকাঙ্খিত সামাজিক বখাটেদের বখাটেপনার দৃষ্টান্ত মূলক শাস্তি হোক।

    1. আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ ও প্রাণিত হলাম।
      সাথে শুভেচ্ছা রইল প্রিয়কবির জন্য।
      জয়গুরু!

    1. আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ ও প্রাণিত হলাম।
      সাথে শুভেচ্ছা রইল প্রিয়কবির জন্য।
      জয়গুরু!

    1. আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ ও প্রাণিত হলাম।
      সাথে শুভেচ্ছা রইল প্রিয়কবির জন্য।
      জয়গুরু!

  3. হায় প্রিয়াংকা! মৃতআত্মা তার শান্তি পাবে কি তবু? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Rant.gif.gif

    1. আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ ও প্রাণিত হলাম।
      সাথে শুভেচ্ছা রইল প্রিয়কবির জন্য।
      জয়গুরু!

  4. করে জনগণ পুষ্প বরিষণ হেন শুনি নাহি কভু,
    হায় প্রিয়াংকা! মৃতআত্মা তার শান্তি পাবে কি তবু? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    1. আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ ও প্রাণিত হলাম।
      সাথে শুভেচ্ছা রইল প্রিয়কবির জন্য।
      জয়গুরু!

    1. পুরো বিষয়টি সুবিচারের জন্য বিবেচনাধীন। নিষ্পত্তি হওয়া সময়সাপেক্ষ।আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ ও প্রাণিত হলাম প্রিয়কবি বোন। সাথে শুভেচ্ছা রইল প্রিয়কবির জন্য।
      জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।