পেইজে একসাথে পনেরটি লেখা প্রদর্শিত হয়। এই পনেরটি লেখার মধ্যে একজনের চার পাঁটটি লেখা কম সময়ের মধ্যে পোস্ট করলে অন্যের লেখা দ্রুত আড়ালে চলে যায়। আসুন লেখা পোস্ট করার ক্ষেত্রে একটু সতর্ক হই।
16 thoughts on “একটু সতর্ক হই!”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
পেইজে একসাথে পনেরটি লেখা প্রদর্শিত হয়। এই পনেরটি লেখার মধ্যে একজনের চার পাঁটটি লেখা কম সময়ের মধ্যে পোস্ট করলে অন্যের লেখা দ্রুত আড়ালে চলে যায়। আসুন লেখা পোস্ট করার ক্ষেত্রে একটু সতর্ক হই।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আমার জানামতে প্রথম পাতায় একজন লিখকের একটি পোস্ট থাকাবস্থায় একই লিখকের দ্বিতীয় পোস্ট না প্রকাশের বাধ্যবাধকতা ছিলো। ব্লগের নীতিমালায়ও আছে।
ব্লগ অন্তঃপ্রাণ ব্লগারের সংখ্যা কমে গেছে। সত্যসত্যি দিন পাল্টেছে। সত্য ব্লগার কমেছে। আজকাল একজন পোস্টদাতা অন্যের পোস্ট দূরে থাক নিজের পোস্টের পাঠকের উত্তর পর্যন্ত দেবার সময় পান না।
আমি মনে করি এখন যে অবস্থা তাতে করে একটি পোস্ট প্রকাশের ২৪ ঘন্টা পর একজন পোস্টদাতা ইচ্ছে করলে ভিন্ন আরেকটি পোস্ট প্রকাশ করতে পারেন। সময়ের প্রেক্ষিতে এমন হলে মন্দ হয় না। ধন্যবাদ আপনাকে।
*সুপ্রিয় মুরুব্বী, গুরুত্বপূর্ণ মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।
শুভরাত্রি।
একাধিক পোস্ট দৃষ্টি নন্দন লাগে না। সমর্থন করি।
* প্রিয় কবি, ধন্যবাদ অশেষ।
সতর্কতা শব্দটি মানানসই নয়; প্রয়োজন বিবেচনাবোধ বা সচেতনতা। ব্লগের হোম পেজ সুন্দর দেখালে আমাদের সবারই ভালো লাগবে।
তবে আজাদ ভাইয়ের প্রস্তাবনার সাথে আমিও একমত।
ব্লগ নিয়ে আপনার ভাবনাকে সাধুবাদ জানালাম কবি দিলওয়ার হুসাইন ভাই।
* ধন্যবাদ, সুপ্রিয়।
এখন যে অবস্থা তাতে করে একটি পোস্ট প্রকাশের ২৪ ঘন্টা পর একজন পোস্টদাতা ইচ্ছে করলে ভিন্ন আরেকটি পোস্ট প্রকাশ করতে পারেন। সময়ের প্রেক্ষিতে এমন হলে মন্দ হয় না।
* ধন্যবাদ প্রিয় কবিদা।
লেখা কম আসুক অথবা দিনে ১টা লেখা আসুক সেটা পরিচ্ছন্ন মানসম্মত হোক।
* ধন্যবাদ প্রিয় কবিদি, আপনার মূল্যবান মতামতে সহমত পোষণ করছি।
একজনের চার পাঁটটি লেখা বিরক্তিকর।
* ধন্যবাদ প্রিয় কবি, সে কারণে একটু দৃষ্টি আকর্ষণ করা।
আপনার কথা গুলো আমিও মনে মনে ভাবছিলাম। ব্লগ এবং ব্লগিং হোক সুন্দর।
ধন্যবাদ প্রিয় কবি, সুন্দর হোক আমাদের ব্লগিং।
ব্লগের প্রথম পাতায় নিজের লেখা একটি পোস্টই যথেষ্ট মনে করি। লেখা যদি রেডি থাকে, তো একটু অপেক্ষা করতে দোষের তো কিছু নেই। একসাথে দুটি পোস্ট আমার মতে বেমানান।
ধন্যবাদ পোস্টদাতাকে।
* ধন্যবাদ কবি।