শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই
দশম পর্ব শীতের কবিতা-১০
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
রোদ উঠেছে পূব আকাশে
সোনার রবি হাসে,
হিম পড়েছে আজকে ভোরে
সবুজ কচি ঘাসে।
শীতের দিনে আকাশ দেখি
ঢেকেছে কুয়াশায়,
শীতের রাতে হাড়-কাঁপুনি
ঠাণ্ডা যে লাগে গায়।
সাঁঝের বেলা প্রচণ্ড শীত
সারাটা গ্রাম জুড়ে,
শীতের রাতে মানুষ থাকে
শীতের কাঁথা মুড়ে।
শীতের রাতে কুকুরগুলো
চেঁচায় সারারাত,
নদীর বাঁকে শেয়াল ডাকে
নির্জন নদীঘাট।
তাল খেজুর সুপারি গাছ
কাঁপে শীতের রাতে,
ঘাসের পরে শিশির ঝরে
তিমির নিশা কাটে।
পুনরায় শুভেচ্ছা জানালাম পদ্য কবিতায়। অভিনন্দন মি. ভাণ্ডারী। শুভ সকাল।