আমি তোমার ঘুম হবো
কোন নির্ঘুম ক্লান্ত রাতে,
যদি তুমি চাও।
আমি তোমার স্বপ্ন হবো
কোন আঁধার কালো রাতে,
যদি তুমি চাও।
আমি তোমার আনন্দ হবো
কোন বেদনা বিধূর দিনে,
যদি তুমি চাও।
আমি তোমার পথ হবো
কোন বিষন্ন ঊষর দিনে,
যদি তুমি চাও।
আমি তোমার ঘুম হবো
কোন নির্ঘুম ক্লান্ত রাতে,
যদি তুমি চাও।
আমি তোমার স্বপ্ন হবো
কোন আঁধার কালো রাতে,
যদি তুমি চাও।
আমি তোমার আনন্দ হবো
কোন বেদনা বিধূর দিনে,
যদি তুমি চাও।
আমি তোমার পথ হবো
কোন বিষন্ন ঊষর দিনে,
যদি তুমি চাও।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দারুণ
ধন্যবাদ
সুন্দর।
ধন্যবাদ, শুভেচ্ছা থাকলো।
বোধকরি বহুদিন পর আপনার শব্দ কাব্য পড়লাম। অভিনন্দন কবি। শুভ সকাল।
অনেক ধন্যবাদ, শুভেচ্ছা থাকলো।
অসাধারণ কবি ভাই। কেমন আছেন?
ধন্যবাদ, ভালো থাকবেন।
অভিনন্দন কবি মোঃ সফি উদ্দীন ভাই। শুভেচ্ছা।
ধন্যবাদ
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা। শুভ সকাল।
ধন্যবাদ, অশেষ শুভেচ্ছা।
ভালোবাসা কবি সফি ভাই। আপনার কবিতা আমার বেশ লাগে। আগ্রহ নিয়ে পড়ার চেষ্টা করি।
অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।