ভালোবাসার কাব্য – একচল্লিশ

আমি তোমার ঘুম হবো
কোন নির্ঘুম ক্লান্ত রাতে,
যদি তুমি চাও।

আমি তোমার স্বপ্ন হবো
কোন আঁধার কালো রাতে,
যদি তুমি চাও।

আমি তোমার আনন্দ হবো
কোন বেদনা বিধূর দিনে,
যদি তুমি চাও।

আমি তোমার পথ হবো
কোন বিষন্ন ঊষর দিনে,
যদি তুমি চাও।

14 thoughts on “ভালোবাসার কাব্য – একচল্লিশ

  1. বোধকরি বহুদিন পর আপনার শব্দ কাব্য পড়লাম। অভিনন্দন কবি। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ভালোবাসা কবি সফি ভাই। আপনার কবিতা আমার বেশ লাগে। আগ্রহ নিয়ে পড়ার চেষ্টা করি। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।