বর্তমান ২০২০ বর্ষের প্রথম কবিতা বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-১)

বর্তমান ২০২০ বর্ষের প্রথম কবিতা
বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-১)

কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

শুভ নববর্ষ আসে, আসে নব হর্ষে,
এবর্ষে কি পেলাম কি পাব নববর্ষে?
অনন্ত জিজ্ঞাসা রয় সবাকার মনে,
শুভ নববর্ষ আসে পূণ্য শুভক্ষণে।

সময় ঘড়ির কাঁটা কহিছে আজিকে,
শুভ নববর্ষ বার্তা বহিছে চৌদিকে।
আন্তরিক ভালবাসা প্রীতি বিনিময়,
শুভ নববর্ষ আসে নব সূর্যোদয়।

নুতন প্রভাত হাসে কিরণ প্রভায়,
তরুশাখে বসি পক্ষী সুখে গীত গায়।
শুভ নববর্ষ আসে নব কলেবরে,
খুশির বার্তা ছড়ায় প্রতি ঘরে ঘরে।

নুতন প্রভাতে জাগে নব নব আশা
নববর্ষে প্রিয় নিও, মোর ভালবাসা।

শুভ নববর্ষ আজি
(পূর্ব প্রকাশিত কবিতা)

কলমে: লক্ষ্মণ ভাণ্ডারী

শুভ নববর্ষ আজি নতুন সকালে,
উড়িছে বিহঙ্গ হেরি দুই পাখা মেলে।
দিতেছে কিরণ রবি নতুন আলোকে,
নববর্ষে মাতে সবে খুশির ঝলকে।

তরুশাখে পাখি সব করিছে কূজন,
নতুন বারতা করে উল্লাস বহন।
নববস্ত্র পরিহিত সব শিশুগণে,
পুলক জাগায় সবে সবাকার মনে।

আজি শুভ নববর্ষে নব নব আশা,
শুভেচ্ছা জানায় সবে প্রীতি ভালবাসা।
কবিতা আসরের যতেক কবিগণ,
আন্তরিক ভালবাসা করিও গ্রহণ।

পুরাতন বর্ষশেষে নববর্ষ আসে,
নতুন সকালে রবি পূবদিকে হাসে।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

10 thoughts on “বর্তমান ২০২০ বর্ষের প্রথম কবিতা বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-১)

  1. অভিনন্দন কবি মি. লক্ষ্মণ ভাণ্ডারী। সার্বিক মঙ্গল কামনা করি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      • আপনার জন্য আমার শুভেচ্ছা, জানুয়ারীর জন্য দুর্দান্ত শুরু, 
        ফেব্রুয়ারীর জন্য ভালবাসা, মার্চের জন্য শান্তি, এপ্রিলের জন্য কোনও উদ্বেগ নেই,
        মে মাসের জন্য আনন্দ,
         জুন থেকে নভেম্বর পর্যন্ত প্রতিটি মাসের জন্য ভরপুর আনন্দ,
        ডিসেম্বরের জন্য সুখ। বছরের প্রতিটি মাসই নিয়ে আসে জীবনের চরম আনন্দ
        এবং দুর্দান্ত 2020 আপনার জন্য 365 দিনই অপেক্ষায় আছে
  2. নতুন বছরের প্রাণঢালা ভালোবাসা কবি লক্ষ্মণ ভাণ্ডারী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ইংরাজী শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
      বছরের প্রতিটি দিন সুন্দর কাটুক। শুভ কামনা রইলো।
      জয়গুরু!

  3. পুরাতন বর্ষশেষে নববর্ষ আসে,
    নতুন সকালে রবি পূবদিকে হাসে।

    শুভেচ্ছা প্রিয় কবি দা। হ্যাপী নিউ ইয়ার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      • জানুয়ারীর জন্য দুর্দান্ত শুরু, ফেব্রুয়ারীর জন্য ভালবাসা, মার্চের জন্য শান্তি, এপ্রিলের জন্য কোনও উদ্বেগ নেই,
        মে মাসের জন্য আনন্দ,
         জুন থেকে নভেম্বর পর্যন্ত প্রতিটি মাসের জন্য ভরপুর আনন্দ,
        ডিসেম্বরের জন্য সুখ। বছরের প্রতিটি মাসই নিয়ে আসে জীবনের চরম আনন্দ।
        এবং দুর্দান্ত 2020 বর্ষ আপনার জন্য 365 দিনই অপেক্ষায় আছে
    1. আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
      শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

      নতুন বছরের প্রতিটি দিন আপনার জীবনে সুন্দর ও আনন্দময় হয়ে উঠুক।
      শুভকামনা রইলো। জয়গুরু!

    1. আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
      শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

      নতুন বছরের প্রতিটি দিন আপনার জীবনে সুন্দর ও আনন্দময় হয়ে উঠুক।
      শুভকামনা রইলো। জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।