বর্তমান ২০২০ বর্ষের প্রথম কবিতা
বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-১)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
শুভ নববর্ষ আসে, আসে নব হর্ষে,
এবর্ষে কি পেলাম কি পাব নববর্ষে?
অনন্ত জিজ্ঞাসা রয় সবাকার মনে,
শুভ নববর্ষ আসে পূণ্য শুভক্ষণে।
সময় ঘড়ির কাঁটা কহিছে আজিকে,
শুভ নববর্ষ বার্তা বহিছে চৌদিকে।
আন্তরিক ভালবাসা প্রীতি বিনিময়,
শুভ নববর্ষ আসে নব সূর্যোদয়।
নুতন প্রভাত হাসে কিরণ প্রভায়,
তরুশাখে বসি পক্ষী সুখে গীত গায়।
শুভ নববর্ষ আসে নব কলেবরে,
খুশির বার্তা ছড়ায় প্রতি ঘরে ঘরে।
নুতন প্রভাতে জাগে নব নব আশা
নববর্ষে প্রিয় নিও, মোর ভালবাসা।
শুভ নববর্ষ আজি
(পূর্ব প্রকাশিত কবিতা)
কলমে: লক্ষ্মণ ভাণ্ডারী
শুভ নববর্ষ আজি নতুন সকালে,
উড়িছে বিহঙ্গ হেরি দুই পাখা মেলে।
দিতেছে কিরণ রবি নতুন আলোকে,
নববর্ষে মাতে সবে খুশির ঝলকে।
তরুশাখে পাখি সব করিছে কূজন,
নতুন বারতা করে উল্লাস বহন।
নববস্ত্র পরিহিত সব শিশুগণে,
পুলক জাগায় সবে সবাকার মনে।
আজি শুভ নববর্ষে নব নব আশা,
শুভেচ্ছা জানায় সবে প্রীতি ভালবাসা।
কবিতা আসরের যতেক কবিগণ,
আন্তরিক ভালবাসা করিও গ্রহণ।
পুরাতন বর্ষশেষে নববর্ষ আসে,
নতুন সকালে রবি পূবদিকে হাসে।
অভিনন্দন কবি মি. লক্ষ্মণ ভাণ্ডারী। সার্বিক মঙ্গল কামনা করি।
ফেব্রুয়ারীর জন্য ভালবাসা, মার্চের জন্য শান্তি, এপ্রিলের জন্য কোনও উদ্বেগ নেই,
মে মাসের জন্য আনন্দ, জুন থেকে নভেম্বর পর্যন্ত প্রতিটি মাসের জন্য ভরপুর আনন্দ,
ডিসেম্বরের জন্য সুখ। বছরের প্রতিটি মাসই নিয়ে আসে জীবনের চরম আনন্দ
এবং দুর্দান্ত 2020 আপনার জন্য 365 দিনই অপেক্ষায় আছে।
নতুন বছরের প্রাণঢালা ভালোবাসা কবি লক্ষ্মণ ভাণ্ডারী।
ইংরাজী শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
বছরের প্রতিটি দিন সুন্দর কাটুক। শুভ কামনা রইলো।
জয়গুরু!
পুরাতন বর্ষশেষে নববর্ষ আসে,
নতুন সকালে রবি পূবদিকে হাসে।
শুভেচ্ছা প্রিয় কবি দা। হ্যাপী নিউ ইয়ার।
মে মাসের জন্য আনন্দ, জুন থেকে নভেম্বর পর্যন্ত প্রতিটি মাসের জন্য ভরপুর আনন্দ,
ডিসেম্বরের জন্য সুখ। বছরের প্রতিটি মাসই নিয়ে আসে জীবনের চরম আনন্দ।
এবং দুর্দান্ত 2020 বর্ষ আপনার জন্য 365 দিনই অপেক্ষায় আছে।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা। শুভ নববর্ষ।
আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
নতুন বছরের প্রতিটি দিন আপনার জীবনে সুন্দর ও আনন্দময় হয়ে উঠুক।
শুভকামনা রইলো। জয়গুরু!
Happy New Year 2020. Congratulations.
আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
নতুন বছরের প্রতিটি দিন আপনার জীবনে সুন্দর ও আনন্দময় হয়ে উঠুক।
শুভকামনা রইলো। জয়গুরু!