বর্তমান ২০২০ বর্ষের তৃতীয়তম কবিতা
বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৩)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
নববর্ষ আগমনে পুলক জাগিছে মনে
করি সবাই বর্ষ বরণ,
আজি শুভ নববর্ষে হৃষ্টচিত্তে নব হর্ষে
সবে আজি খুশিতে মগন।
প্রভাতে রবির কর ছড়ায় ভুবন পর
তরুশাখে পাখি গীত গায়,
নববর্ষে হাসিগানে দোলা দেয় সব প্রাণে
রাখাল সুরে বাঁশি বাজায়।
ফুলবনে ফুলশাখে ফুলকলি ফুটে থাকে
আসে অলি মধু আহরণে,
অজয় নদীর কাছে শালিকের ঝাঁক নাচে
শাল পিয়ালের বনে বনে।
হৃদয়ে পুলক জাগে দেহে মনে রং লাগে
নব বর্ষে নব সূর্যোদয়।
কল কল ছল ছল দিবারাতি অবিরল
অজয় আপন বেগে বয়।
স্নিগ্ধ সমীরণ বয় নতুন প্রভাত হয়
সবার পুলক আজি জাগে,
হাসি খুশি কলরবে নাচে গায় মিলে সবে
হৃদয়ে খুশির রং লাগে।
স্বচ্ছ নির্মল নির্মেদ পদ্য কে জানালাম আন্তরিক শুভকামনা। ধন্যবাদ মি. ভাণ্ডারী।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
সাথে থাকুন, পাশে রাখুন।
ধন্যবাদ। জয়গুরু
প্রভাতে রবির কর ছড়ায় ভুবন পর
তরুশাখে পাখি গীত গায়,
নববর্ষে হাসিগানে দোলা দেয় সব প্রাণে
রাখাল সুরে বাঁশি বাজায়।
এমন অপরূপ দৃশ্য মন ভরে যায়। মন হালকা হয়ে যায়।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
সাথে থাকুন, পাশে রাখুন।
ধন্যবাদ। জয়গুরু
এমন কবিতা পাঠে গ্রামে যাবার জন্য মন আনচান করে ওঠে।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। সাথে থাকুন, পাশে রাখুন।
ধন্যবাদ। জয়গুরু
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। সাথে থাকুন, পাশে রাখুন।
ধন্যবাদ। জয়গুরু
হৃদয়ে পুলক জাগে দেহে মনে রং লাগে
নব বর্ষে নব সূর্যোদয়।
কল কল ছল ছল দিবারাতি অবিরল
অজয় আপন বেগে বয়।
আমার ভালোবাসার অজয় এর তীর। থাকুক ভালোবাসায়।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। সাথে থাকুন, পাশে রাখুন।
ধন্যবাদ। জয়গুরু
সুন্দর কবিতা। শুভেচ্ছা নিন দাদা।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। সাথে থাকুন, পাশে রাখুন।
ধন্যবাদ। জয়গুরু