আমার কবিতা আমার গাঁ (পঞ্চম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
অজয়ের এইপারে আমাদের গ্রাম,
ছল ছল কল কল বহে অবিরাম।
অজয়ের জলধারা বয়ে চলে যায়,
পাড়ে বসে সাদাবক ছোটমাছ খায়।
শীতল সমীর বয় অজয়ের তীরে,
সারাদিন ঘণ্টা বাজে দেবীর মন্দিরে।
তথা হতে রাঙাপথ মিশে এসে গাঁয়ে,
আমাদের ছোট গ্রাম সবুজের ছায়ে।
আমাদের ছোটগাঁয়ে ছোটদিঘি আছে,
আম বন, জাম বন, তাল বন কাছে।
ছোটদিঘি পাড়ে তার আছে তালগাছ,
দিঘিতে সাঁতার কাটে পোনা রুইমাছ।
ছোটগাঁয়ে ছোটপাখি তরুশাখে গায়,
লক্ষ্মণ ভাণ্ডারী লিখে তার কবিতায়।
মনোমুগ্ধকর উপস্থাপন প্রিয় কবি l
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
অনুপ্রাণিত হলাম।
জয়গুরু!
অভিনন্দন কবি লক্ষ্মণ ভাণ্ডারী।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
অনুপ্রাণিত হলাম।
জয়গুরু!
চমৎকার
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
অনুপ্রাণিত হলাম।
জয়গুরু!