যাত্রাপালার আসর- চতুর্থ পর্ব

যাত্রাপালার আসর- চতুর্থ পর্ব
তথ্যসংগ্রহ, সম্পাদনার কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ রাজ্যের অন্যান্য অংশের মতোই জঙ্গলমহল থেকেও উঠে যেতে বসেছে বাংলা সংস্কৃতির প্রাচীন ঐতিহ্যশালী যাত্রাপালার অনুষ্ঠানl
কলকাতার নামিদামী অপেরা গুলির পাশাপাশি স্থানীয়ভাবে দুর্গাপূজা কমিটিগুলি নিজস্ব উদ্যোগে এতদিন গ্রামীণ শিল্পীদের নিয়ে যাত্রাপালা করতl কিন্তু প্রায় এক দশক ধরে তা আর চোখেই পড়ছে নাl জঙ্গলমহলের নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম জামবনি, বেলপাহাড়ি, শিলদা, বিনপুর, লালগড়, রাইপুর, ফুলকুসমা, সারেঙ্গা, বান্দোয়ান, ঝিলিমিলি, ও খাতড়া এলাকায় এক দশক আগেও গ্রামে গ্রামে যাত্রাপালার আসর বসতl

ঝাড়গ্রামের শিলদা এলাকার প্রবীণ যাত্রা অভিনেতা বরেণ হাজরা বলেন, এই প্রজন্মের যুবকেরা বিমুখ হওয়ায় যাত্রা আমোদী মানুষের সংখ্যা কমতে কমতে তলানিতে ঠেকেছে। মানুষ ক্রমশ ব্যান্ড অর্কেস্ট্রা ও ডিজের মত চটুল সংস্কৃতিতে মজেছেl ফলে যাত্রা, নাটক, ছৌ ও পাইক নাচের মতো বাংলার ঐতিহ্যশীল সংস্কৃতি আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে শিবরাত্রির সলতের মতো টিম টিম করে জ্বলছেl

তথ্যসুত্র: কোলকাতা টাইমস 24

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

6 thoughts on “যাত্রাপালার আসর- চতুর্থ পর্ব

  1. শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ কবি মি. লক্ষ্মণ ভাণ্ডারী।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
      অনুপ্রাণিত হলাম।
      জয়গুরু!

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
      অনুপ্রাণিত হলাম।
      জয়গুরু!

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
      অনুপ্রাণিত হলাম।
      জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।