ভাদু গানের আসর আমার গীতিকবিতা (চতুর্থ পর্ব)

ভাদু গানের আসর আমার গীতিকবিতা (চতুর্থ পর্ব)
কথা – আঞ্চলিক সুর – অপ্রচলিত

কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

সখি, কখন এলি?
শ্বশুরঘরে বল না লো ক্যামন ছিলি?

শ্বশুর ভাল শাশুড়ি ভাল গো ….
…………………….আর ভাল দেওরগুলা।
দেওরের দাদা ভাল, ননদিনী গালফুলা।।

সখি, কখন এলি?
শ্বশুরঘরে বল না লো ক্যামন ছিলি?

সকাল দশটায় কাজ যায় উ………
…………………ঘরকে ফিরে আসে সাঁইঝ বেলা।
তার কথা বেশি মনে পড়ে, ঘরে থাকি একেলা।।

সখি, কখন এলি?
শ্বশুরঘরে বল না লো ক্যামন ছিলি?

ত্যাল সাবুন কলসী লিয়ে গো ……
……………………………..গা ধুয়ে আসি পোখরে।
সিনান করে ঘরে ঢুকি বাঁশ ঝোপের পথ ধরে।।

সখি, কখন এলি,
শ্বশুরঘরে বল না লো ক্যামন ছিলি?

রাঁধাবাড়া হল্যা পরে গো ………
……………………………..শাশুড়ি আমার ভাত বাড়ে।
ননদি যায় না স্বামীর ঘরে খায় বসে বাপের ঘাড়ে।।

সখি, কখন এলি,
শ্বশুরঘরে বল না লো ক্যামন ছিলি?

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

5 thoughts on “ভাদু গানের আসর আমার গীতিকবিতা (চতুর্থ পর্ব)

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। ভালো থাকবেন।
      সাবধানে থাকবেন। 
      জয়গুরু!

  1. ভদ্র মাসের ভাদু উঠসবের যাবতীয় তথ্যাদি প্রায়ই জানা হয়ে গেল, শ্রদ্ধেয় দাদা। আশা করি ভালো থাকবেন এবং সহ-ব্লগারদের লেখায়ও মন্তব্যে অংশ নিবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।