শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা
আগমনী গীতি কবিতা (সপ্তম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শরতের আকাশেতে সাদা মেঘ ভাসে,
নিশির শিশির ঝরে কচি দূর্বা ঘাসে।
পূরব গগনে রবি রক্তিম আভায়,
চারিদিকে সোনা ঝরা কিরণ ছড়ায়।
আসিল শরত্কাল বরষার শেষে,
শরতের আগমনী গীত আসে ভেসে।
সবুজ ধানের ক্ষেত জলে আছে ভরা,
সেজেছে প্রকৃতি রূপে অতি মনোহরা।
আঙিনায় পড়ে ঝরে শিউলির ফুল,
বেলি ফুল, জুঁই ফুল, টগর বকুল।
শিউলি ফুলের গন্ধে প্রফুল্লিত মন,
অজয়ের ধারে ধারে শোভে কাশবন।
শরতের সোনা রোদ অজয়ের চরে,
দূরে কোথা বাজে বাঁশি শুনে মন ভরে।
শরতের সোনা রোদ অজয়ের চরে,
দূরে কোথা বাজে বাঁশি শুনে মন ভরে।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম রিয়া বোন।
শারদীয়ার শুভেচ্ছা জানাই।
জয়গুরু!
মনোমুগ্ধকর লেখা। পাঠে অপার মুগ্ধতা ।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম, অনুপ্রেরণা পেলাম।
শারদীয়ার শুভেচ্ছা জানাই।
জয়গুরু!
আগাম শারদীয় শুভেচ্ছা রইলো। আশা করি ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি দাদা।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম, অনুপ্রেরণা পেলাম।
শারদীয়ার শুভেচ্ছা জানাই।
জয়গুরু
আগমনী গীতি কবিতার পর্বটি ভালো লাগলো।
শুভ কামনা আপনার জন্য।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম, অনুপ্রেরণা পেলাম।
শারদীয়ার শুভেচ্ছা জানাই।
জয়গুরু
শুভেচ্ছা কবি লক্ষ্মণ ভাণ্ডারী।