শিউলি ঝরানো সকালে শরতের কবিতা
শারদ সংকলন-১৪২৭ তৃতীয় পর্ব
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শিউলি ঝরানো শারদ সকালে
ফুটেছে টগর ফুল,
গন্ধরাজ আর মাধবী লতার
পাশে ফুটেছে বকুল।
অরুণ বরন তপন উঠেছে
পূব আকাশের গায়,
ফুলের সুবাসে অলি ছুটে আসে
কমল কাননে ধায়।
জলাশয়ে কত ফুটেছে শালুক
পাড়ে কেয়া ফুলগাছ,
কালো জলে ভাসে রুই ও কাতলা
লাফায় বোয়াল মাছ।
অজয়ের পারে সাদা কাশবন
নদীতে ভাসিছে ভেলা,
নদীচরে জুটে শালিকের মেলা
সারাদিন করে খেলা।
শারদ আকাশে সাদামেঘ ভাসে
শঙ্খচিল ভেসে যায়,
সকাল ও সাঁঝে ঢাকঢোল বাজে
বাজে পুজোর সানাই।
শারদ আকাশে সাদামেঘ ভাসে
শঙ্খচিল ভেসে যায়,
সকাল ও সাঁঝে ঢাকঢোল বাজে
বাজে পুজোর সানাই।
সুন্দরে বিরামহীন শুভেচ্ছা কবি মি. ভাণ্ডারী।
বাহ
নিপুণ রচনাশৈলী
শুভেচ্ছা কবি দা