অন্ধকারে সমুদ্রের গর্জনকে
এখন আর অপার্থিব মনে হয় না ;
আদিম সমাজের তিমির রাত গুলো
এ পৃথিবীতে আবার আসছে ফিরে !
ঘড়ির কাঁটা ঘুরছে উল্টা পথে,
পুরুষ আর পশুর ব্যবধান
ক্রমশই যাচ্ছে কমে।
জীবনবোধ চাপা পড়েছে আজ
কলুষতার জাঁতাকলে।
চারিদিকে শুধু জয়গান হতাশার
শুধু অজস্র ভাঙনের সুর।
কিছু পুরুষ এখন আর মানুষ না,
পশুর চেয়েও অধম ;
তাই নারী আজ নারী না,
কামনার বস্তু স্বরূপ রয়ে গিয়েছে
পুরুষরূপী কিছু পশুর চোখে !
কিছু পুরুষ এখন আর মানুষ না,
পশুর চেয়েও অধম ;
তাই নারী আজ নারী না,
কামনার বস্তু স্বরূপ রয়ে গিয়েছে
পুরুষরূপী কিছু পশুর চোখে ! ———-এক দম বাস্তবতার রূপ
কবিতা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ কবি।
অসাধারণ
ভীষণ ভালো লাগলো।
শুভেচ্ছা কবি