শিউলি ঝরানো সকালে শরতের কবিতা
শারদ সংকলন-১৪২৭ পঞ্চম পর্ব
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শরতে সবুজ খেতে মেঠো পথে যেতে যেতে
মৃদু মন্দ সমীরণ বয়।
শরতের রং লাগে গাছে গাছে পাখি জাগে
পুলকিত সবার হৃদয়।
আমলকী বনে বনে যেন কাঁপে ঘনে ঘনে
জলাশয়ে ফুটেছে শালুক,
শিউলিরা পড়ে ঝরে সূর্যোদয় হলে পরে
হতাশায় ফেটে যায় বুক।
মাধবী মালতী লতা সুনীলা অপরাজিতা
একসাথে হাসে আঙিনায়,
বেলি ফুল জুঁই ফুল ফুটে টগর বকুল
চারিভিতে সুগন্ধ ছড়ায়।
অজয়ের নদীধারে কাশফুল সারে সারে
অপরূপ শোভা মনোহর,
জেলে ডিঙি বেয়ে চলে মাছ ধরে নদীজলে
বেলা হলে ফেরে নিজঘর।
শুনি আমি আনমনে শাল পিয়ালের বনে,
বাজে মাদল বাঁশির সুরে,
দিন যায় সন্ধ্যা আসে তারা ফুটে নীলাকাশে
শরতের চাঁদ উঠে দূরে।
শরতে সবুজ খেতে মেঠো পথে যেতে যেতে
মৃদু মন্দ সমীরণ বয়।
শরতের রং লাগে গাছে গাছে পাখি জাগে
পুলকিত সবার হৃদয়। :yes:
পাঠক মন্তব্যের উত্তর না থাকলে পোস্ট পড়ার আনন্দটাই হারিয়ে যায়।
ভাল লিখেছেন কবি দা।
শরতের নিরন্তর শুভেচ্ছা জানবে দাদা।