প্রতিটি জংশনেই জং ধরেছে…জবর-জবর
যদিও আজকাল আর কেউ রাখে না খবর
তবুও আমি চাই কিছু কিছু শব্দাবলী সবার হোক
সবার কাঁধে কাঁধে একাধিক উত্তরীয় থাকুক!
এই যেমন জন্ম, মৃত্যু, ভালোবাসা..
এই যেমন স্বপ্ন দেখার একমাত্র আশা… এরা!
দেখছ না… ক্রমাগত নেমে আসছে লোনাজল
দু’চোখের সুড়ঙ্গ অথৈ অথৈ; তবুও…
পিশাচের মতোন হৈ হুল্লোড়.. হাসছে কেউ কেউ!
বন আর বনেদি ওরাও এখন নেহায়েত বাজার
যখন যার হাতে যায়.. সেই করে দেয় উজাড়!
তবুও আমি আশা আর ভালোবাসার জলকণা
এ বিশ্বচরাচর…..
কেউ কেবল যতই রাখুক নিজের খবর; তাকেও
খুঁজছে… জ্বলন্ত চিতা অথবা নতুন কবর…!!
এই যেমন জন্ম, মৃত্যু, ভালোবাসা..
এই যেমন স্বপ্ন দেখার একমাত্র আশা =Excellent
সত্যিই তাই
বন আর বনেদি ওরাও এখন নেহায়েত বাজার
যখন যার হাতে যায়.. সেই করে দেয় উজাড়!
তবুও আমি আশা আর ভালোবাসার জলকণা
এ বিশ্বচরাচর….. :yes:
ভাল কবিতা।