নেতাজী সুভাষ তুমি (দেশাত্মবোধক কবিতা)

নেতাজী সুভাষ তুমি (দেশাত্মবোধক কবিতা)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

1

নেতাজী সুভাষ নাম হে বীর কর্মী মহান
তুমি লড়েছো দেশের তরে,
শ্রীজানকী নাথ পিতা প্রভাবতী তব মাতা
জন্ম নিলে কটক শহরে।

পরাধীন দেশমাতা স্বদেশের স্বাধীনতা
করেছো সংগ্রাম দেশহিতে,
রক্ত দাও স্বাধীনতা দৃপ্ত তব এই কথা
চেতনা জাগায় প্রতি চিত্তে।

আজাদ সেনা-বাহিনী করিলে গঠন তুমি
শৌর্য বীর্যে তুমি পরাক্রম,
স্বপ্ন ছিল স্বাধীনতা তুমি বীর দেশনেতা
দেখাইলে বীরের বিক্রম।

শিখাইলে সবাকারে স্বদেশ হিতের তরে
দেশ প্রেম আর স্বাধীনতা,
সংগ্রাম আমরণ লক্ষ্য মাতৃ-মুক্তি পণ
সত্য তুমি প্রিয় রাষ্ট্রনেতা।

আজি শুভ জন্মদিনে সকলেই মনে প্রাণে
স্মরি আজি নেতাজি তোমায়,
তোমার আসন শূণ্য তুমি সবার বরেণ্য
দেশবাসী প্রণাম জানায়।

https://www.youtube.com/watch?v=FJ1XrWIn4LM

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

2 thoughts on “নেতাজী সুভাষ তুমি (দেশাত্মবোধক কবিতা)

  1. আজি শুভ জন্মদিনে সকলেই মনে প্রাণে
    স্মরি আজি নেতাজি তোমায়,
    তোমার আসন শূণ্য তুমি সবার বরেণ্য
    দেশবাসী প্রণাম জানায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।