আমাদের জীবনে আজ নিরস খরা
হৃদয়ে ঘর বেঁধেছেে নষ্ট জরা।
মননে লালসা বিষ তুলছে ফণা,
দু’চোখে বিভেদ-ঘৃণার অগ্নিকণা।
পুড়ে যায় আগুণ হাওয়ায় প্রাণের চারা,
ঘিরেছে অন্ধকারের বন্ধ কারা।
সবুজের অন্তরে আজ ঝরার ভীতি,
বুকে নেই সুখ আবেগের প্রীতির গীতি।
আমাদের নেই কিছু আর এই বেদিনে,
কেমনে তোমার কাছে যাই গো চিনে?
গুরুদেব তুমিই এখন সামনে এসে,
দাঁড়াও আর বাড়াও দু’হাত ভালোর বেশে।
হে কবি শোনাও তোমার অভয়বাণী,
ভিজাও আজ রুক্ষতাময় জীবনখানি।
তোমার ওই আলোর সুধা ঘর ও দোরে,
“শ্রাবণের ধারার মত পড়ুক ঝরে।”
পড়লাম। বেশী কিছুর বলার নেই। কেননা আপনার গতকিছু পোস্টে উত্তরও নেই।
দাদা, ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্যাক্তিগত সমস্যার জন্য আমি মানসিক ভাবে একটু বিপন্ন রয়েছি। তবু মাঝেমধ্যে ফেসবুক ও শব্দনীড়ে দু'একটা লেখা পোস্ট করে একটু স্বস্তি পেতে চাইছি। দয়া করে আমাকে ভুল বুঝবেন না।
কবিতার জন্য ধন্যবাদ মি. শংকর দেবনাথ। শুভসন্ধ্যা।
ধন্যবাদ। শুভকামনা।
সুন্দর কবিতা।
ধন্যবাদ। শুভকামনা সতত।
কবিতায় ভালোবাসা কবি শংকর দা।
ধন্যবাদ। শুভকামনা সতত।
ভাল থাকুন প্রিয় কবি দা।
ধন্যবাদ। শুভকামনা সতত।