কই রে তরুন দল
বন্ধ মুখ আব খোল
রহীমের রাস্তায় অবিচল
পুবে রক্তিম ধরনি কোন
পশ্চাতে উত্তাল মনন
উত্তরে শের করে গর্জন
দক্ষিনে বাতাসের সুরে রণ।
তৈরি হও নওজোয়ান
কইরে রে মুয়াজ্জিন
বন্ধ মুখ আব খোল।
কর রে নওজোয়ান
রিজিকের সন্ধান
অশান্তির দুয়ারে বাজাবো
শান্তির আহ্বান।
কর রে নওজোয়ান
রিজিকের সন্ধান
অশান্তির দুয়ারে বাজাবো
শান্তির আহ্বান।
বাহ্! অসাধারণ প্রকাশ l
বেশ ছন্দময় প্রকাশ