ইতিহাস খুন করে চলে গেলো ইথাকার ঘোড়া
আমার ছন দেয়া ঘরে কেউ নেই বৃত্তান্ত ছাড়া
তোমারে যে বলেছি আমি
ছেড়ে আসো পৃথিবীর বোরাক
যে আমারে ছেড়ে দেয়
আবার ধরে পেঁচায় ইত্যাকার বেলায়
ছেঁড়া চট – মাদুরের কোনায়
লেগে আছে প্রসূনের জ্বর
আমার শুধুই বিষাদ – অন্ধকার ঘর –
13 thoughts on “ইথাকার ঘোড়া”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নান্দনিক !!
ধন্যবাদ জসীম উদ্দীন মুহম্মদ । ভালো থাকবেন ।
সুন্দর লিখনে অভিনন্দন প্রিয় আপা। সালাম জানবেন।
ধন্যবাদ মুরুব্বী । সালাম আপনাকেও ।
কবিতা ভালো লেগেছে!
শুভেচ্ছা রইলো কবি।
“আমার ছন দেয়া ঘরে কেউ নেই বৃত্তান্ত ছাড়া”
ধন্যবাদ মামুনুর । শুভেচ্ছা রইলো । ভালো থাকবেন ।
অসাধারণ লিখলেন আপা!! অনেক মুগ্ধতা
ধন্যবাদ জনাব মামুন । মুগ্ধতায় মুগ্ধতা ছড়ায় । শুভকামনা রইলো । ভালো থাকবেন ।।
** আপনার কথামালার গাঁথুনি বরাবরই নান্দনিক…
ভালো থাকুন কবি।
ধন্যবাদ ভাই । শুভকামনা জানবেন।
অসাধারণ আপু
শুভ কামনা——————
ধন্যবাদ ভাই । শুভকামনা জানবেন।
অপূর্ব প্রকাশ l