সাদা মেঘ নীল আকাশ

সাদা মেঘ নীল আকাশ
হৃদয়ে রাঙ্গা সুবাস,
খোলা প্রান্তর ছাড়িয়ে যেন
মনন বলছে আজ,
কি যে মধুর লাগে!
আহা মধুর লাগে।

আমি ডুব দিবো প্রান্তরে
দরিয়া যেখানে শেষ,
আমি ফুল হাতে ফিরবো
রাঙ্গাবো তোমার কেশ।

তুমি নীল আকাশে নীলিমা
গোলাপী তোমার মুখ,
আমি যত্নে বাড়াবো হাত
মুছব সকল দুঃখ।

তোমার দুঃখময় জীবনে আমি
ফোটাব আশোক ফুল,
কালো অনুভব জুড়ে আমি
ছিটাবো সোনালী হুল।

তুমি নিশ্চিন্ত থাকো ওগো
আমি বাটপার নই,
আমি অসুখে দুঃখে আসি
সুখেতে বিলীন হই।

আমি ভোগ করা শিখিনি
শিখেছি ত্যাগী হওয়া,
এই জীবন ও মরনে
তাই সেবছি ভালোবাসা।

2 thoughts on “সাদা মেঘ নীল আকাশ

  1. নিরন্তর শুভেচ্ছা কবি মাহমুদুর রহমান। নিরাপদ থাকবেন এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।