যতটা না কাজ করি আমি
তার চেয়ে দেখাই বেশি ব্যস্ততা
অনেক কিছু উলটপালট করে বলি
এটাই আসলে আমার সততা।
যতটা না কাজ কর তুমি
তার চেয়ে দেখাও বেশি ভদ্রতা
অনেক কিছু গোঁজামিল দিয়ে বলো
এটাই আসলে তোমার স্বচ্ছতা।
এভাবে তুমি আমি যা কাজ করি
তার চেয়ে দেখাই বেশি নির্মাণ
অনেক কিছু ভাবনাবিহীন করে বলি
এটাই আসলে আধুনিক সম্মান।
যতটা না কাজ করে যায় ওরা
তার চেয়ে দেখায় না কম বেশি,
সবকিছু ওদের গড়া সভ্যতায়
আমাদের বেড়ে যায় ফরমায়েসি।
2 thoughts on “যতটা না করি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
যতটা না করি তারচেয়ে বেশী থাকে আমাদের অনেকের স্বপ্রকাশ।
ঠিকই বলেছেন কবি মি. বেরা। ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।
মনোহর লেখনী ।