করোনার ধাক্কা

চুপ চুপ চুপ কর
কোন ধ্বনি নয়,
করোনা এসেছে দেখ
সবে দূরে দূরে রয়।

কি একটা ভাইরাস এনসিওভি
ধরলে ছাড়ায় ক্রমে,
নাই কোন প্রতিরোধ
ক্ষমতা কি রে!

ওরে বাব্বাহ আমি বান্ধা
বাজারে যাওয়া মানা,
কর্তা বলে দিয়েছে
বিনাদেশে কোথাও যাবেনা যাওয়া।

মাথায় আসে না আমার
এখন কি করি,
ফন্দী এঁটেছে তাই
দুই হাত আকাশে তুলি।

অতঃপর বলি,

ওগো আল্লাহ মোরা বান্দা
এবার করো ক্ষমা,
মিথ্যার জালে ডুবে
মোরা করেছি অনেক গুনাহ।

তুমি মেহেরবান দয়ালু খুব
আর হবে না,
হাজারও খোশ আমোদে কভুও
ভুলে যাব না।

3 thoughts on “করোনার ধাক্কা

  1. ভালো থাকি নিরাপদে থাকি, পরম করুণাময় নিশ্চয়ই তার বান্দাকে নিরাশ করবেন না।

মন্তব্য প্রধান বন্ধ আছে।