তিন দিন হলো চুলা জ্বলে না রহিমা বানুর।
ঘরে এক মুঠো চাল নেই। দুই মেয়ে আর এক ছেলে ক্ষুধার জ্বালায় কাঁদছে।
মহামারি করোনা ভাইরাস এর জন্য সরকার সব কিছু লক ডাউন করছে। মানুষের বাসায় কাজ করে চলতো সংসার। এখন সেটাও বন্ধ।
এর ভিতর কোথা থেকে শুনছে ১০ টাকা কেজি চাল দিচ্ছে। টাকা বলতে হাতে মাত্র ৫৫ টাকা।
তবুও এক বুক আশা নিয়ে গেলো চাল নিতে।
কাদের মোল্লা জানালো সব চাল শেষ। অনেক অনুয় বিনয় করেও রহিমা বানু এক মুঠোও চাল পেলো না।
ভেজা চোখে যখন হেঁটে আসছিলো তখন কিছু ছেলে রাস্তায় স্লোগান লিখছিলো
” শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ । “
ভীষণ দুঃসময় অপেক্ষা করছে আমাদের জন্য। ভালো থাকুন নিরাপদে থাকুন কবি।
অশেষ ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়
বেশ মন ছুঁয়ে গেল লেখা। ভালোবাসা ও শুভ কামনা
অশেষ ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়