এভাবেই চিনেছি সময়

এভাবেই চিনেছি সময়

পুবাকাশের নতুন সূর্য
শিউলিময়ী ভোরের,
কাঁচ-গুড়ো মিহি শিশিরের ফোঁটা
নব জাতক কোন ফুলের।

কাঁচা রৌদ্রের মিষ্টি আভাস
ঘুম ভাঙ্গা খোলা জানালার,
দীপ্তির আবেশে স্বপ্নিল আকাশ
খাঁচা ভেঙ্গে উড়া বলাকার।

পূর্বাহ্নের তরুণ রৌদ্র
চির শুভ্রপুষ্প কামিনীর
তাকে ঘেরা নীল অন্তরীক্ষ
শাড়ী হয়ে আছে লাবণীর।

মধ্যবেলার প্রখর সূর্য
অস্থির ছবি সুদানের,
তার থেকে ঝরা গরমের তাপ
ধান শুকাতে দেয়া উঠানের।

ক্লান্ত দুপুরে বটের ছায়া
শ্রান্ত কোন পথিকের
মলিন রোদে-মিনারে রক্তের ছোপ
ভাষা সৈনিক রফিকের।

পড়ন্ত বেলার অগ্নি-বৃত্ত
কপালের টিপ সায়মার,
বিকেলের কড়া লালিমার আভা,
কৃষ্ণচুড়ার প্রশাখার।

লাল সূর্যের ডুবে যাওয়া দৃশ্য
উদাস কোন গোধুলীর,
হবু সন্ধ্যার করুণ চাহনি
চাপা ব্যথা কোন তরুণীর।

আঁধারেতে আলো হারাবার খেলা
লুট হওয়া হিরে-দানি,
ঠিক তখনের ঘরে ফেরা কাক
আঁধারের হাতছানি।

পশ্চিমে জ্বলা শুকতারাটি
দিকহারা কোন নাবিকের,
এরপর বাড়ে আঁধারের জাল
ষড়যন্ত্রের মত নারীদের।

জ্যোৎস্নায় ভরা রেশমের চাঁদ
মায়াভরা কোন রাত্রির,
বাগানেতে ফোটা নব ফুলকলি
নাতি লাগে নয়া পাত্রীর।

মাঝরাতে থামা ঘন নিরবতা
মনে জমা শত দুরাশার,
তার মাঝে বওয়া শীতের বাতাস
ঝরে পড়া জল কুয়াশার।

কালো আকাশেতে তারকার মেলা,
আলো নীল রাশি জোনাকির,
বাঁশঝাড় ওঠা ঝিঁঝিঁর ঐ গান
সুর যেন কোন ধ্রুপদীর।

আঁধারের ছবি বিদায়ের কালে
ছলছল আঁখি নাফিসার,
নিশীথের শেষে মিথ্যের আলো
শেষ লাইন নিশি-কবিতার।
_____________________

আহমাদ মাগফুর সম্পর্কে

আমি অতি ক্ষুদ্র এক মানবসন্তান। জীবনের অর্থ খুঁজতে গিয়ে বার বার ব্যর্থ হয়েছি। তবুও খুঁজি....। খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেলে লিখতে বসি। পাশে যারা থাকেন তারা সেই লেখাকে কবিতা বলে, আবার কেও বলে গল্প। কিন্তু আমার কাছে ওই স-ব কিছুই কেবল নিজের কথা...., আমার মনের কথা। তবে কেও চাইলে সেগুলোকে বকা ঝকাও বলতে পারেন! আমি কিচ্ছু মনে করবো না। কারন আমার মত মানুষের মনে করবার মত কিছুই থাকে না। :)

2 thoughts on “এভাবেই চিনেছি সময়

  1. খুউব সুন্দর লেখা তো !! যদ্দুর মনে পড়ে অনেকদিন পর লিখলেন তাই না?  :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।