শিবরামপুরের বিকেল …

শিবরামপুরের বিকেল …

বিকেল নেমে গেছে প্রান্তরজুড়ে, তবু সোনালী
আভা মেখে রেখে গায়ে সবুজ বনানী, রুপালী
মেয়ে দেহ মেলে দিয়ে পড়ে আছে অলস!
দুলিতেছে বাতাসে কার হলুদ ওড়না, আড়ালে
রাখে সে কার মৃদুবুক, কে ধরে তারে হাত বাড়ালে
অনতিদূরে বসে এক একলা সারস!

সাদা ফুল ফুটে আছে শিমের লতায়, এই বিকেলে
পাড়ানি মেয়েটির দুঃখ বুঝার কেউ নেই দু’ কূলে
হেলেদুলে হেঁটে যায় কাঁকে ভরা কলস!
উড়ে পাখি শেষ পাক, নিয়ে সাথী ফিরে যাবে কুলে
কেশকুমারী তেল মেখে দেয় জা আর জা’র চুলে
হৃদয় দিয়ে বোঝে হৃদয়ের পরশ!
কার অভিশাপ কি দোষে কার কপালে ফলে
হাঁস খুঁজে পায়না নুরী, বসে ভাবে হাত দিয়ে গালে
কিভাবে চাইলে নড়ে খোদার আরশ!

4 thoughts on “শিবরামপুরের বিকেল …

  1. স্মৃতি ঘরানার লিখা। বহুকাল আগে আপনার লিখা পড়েছিলাম মাহাফুজুর ভাই।
    আজকাল তো দেখিই না প্রায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. হেলেদুলে হেঁটে যায় কাঁকে ভরা কলস!
    উড়ে পাখি শেষ পাক, নিয়ে সাথী ফিরে যাবে কুলে
    কেশকুমারী তেল মেখে দেয় জা আর জা’র চুলে
    হৃদয় দিয়ে বোঝে হৃদয়ের পরশ!

    চমৎকার কবিতা। শুভেচ্ছা নিন কবি দা। :)

  3. লিখাটি অন অথবা অফলাইনের পাঠক মাত্রই ভালো বা পছন্দ করবেন নিশ্চিত। 

    সহস্র শুভেচ্ছা প্রিয় মাহাফুজুর রহমান। আশা থাকবে শব্দনীড় আপনার লিখা পাবে। :)

  4. উড়ে পাখি শেষ পাক, নিয়ে সাথী ফিরে যাবে কুলে
    কেশকুমারী তেল মেখে দেয় জা আর জা’র চুলে
    হৃদয় দিয়ে বোঝে হৃদয়ের পরশ!

    =====মায়ায় আপ্লুত হলাম কবি,,,,,,,,,,,https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।