বিপন্ন কোন এক বিকেলের গল্প নয় আজ
জাগ্রত জনতার মুখোরিত শ্লোগানে হবে উৎসবের রাজ
হন্তারকের বারুদে বন্দুকে আর লাঞ্ছিত হবেনা রাজপথ
বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবার নিতে হবে বিজয়ের শপথ।
গাইবো এবার সাম্যের গান, মুক্তির মিছিলে উড়ছে বিজয় নিশান
চারিদিকে আনন্দ কোলাহল মর্তে স্বর্গধারা প্রবাহমান
আনন্দের বন্যায় ভেসে চলছি, সমুদ্রে এসেছে যৌবন
বিজয়ের মাসে তাই চাইনা সান্ত্রী কাপুরুষের ব্যর্থ আস্ফালন ।
সন্তান হারানো মায়ের মুখেও আজ বিজয়ের হাসি থাকুক অম্লান
প্রিয়জনের শোকে নিথর প্রিয়তমার হৃদয়পটে ভেসে উঠুক রক্ত পতাকার সম্মান
স্বাধীন দেশের রক্ত পতাকা ছিনিয়ে এনেছে যারা; বিনম্র শ্রদ্ধায় নত করি শির
বিজয়ের মাসে বিজয়ী বেশে; মুক্তির মিছিলে, বুকে আছে চেতনা তোমার।
গাইবো এবার সাম্যের গান, মুক্তির মিছিলে উড়ছে বিজয় নিশান
বিজয়ের মাসে তাই চাইনা সান্ত্রী কাপুরুষের ব্যর্থ আস্ফালন।
* ধন্যবাদ প্রিয় প্রেরণাদাতা মুরুব্বী…
বাহ দারুন বিজয়ের মাসের দ্রোহ,,,,,,,,,,
আনন্দের বন্যায় ভেসে চলছি, সমুদ্রে এসেছে যৌবন
বিজয়ের মাসে তাই চাইনা সান্ত্রী কাপুরুষের ব্যর্থ আস্ফালন ।
* ধন্যবাদ প্রিয় কবি মান্নান ভাই…
এই বিজয় সমুন্ন ত রাখতে হবে। শুভেচ্ছা কবি হুসাইন ভাই।
* ধন্যবাদ প্রিয় কবি দাদা…
জাগ্রত জনতার মুখোরিত শ্লোগানে হবে উৎসবের রাজ
হন্তারকের বারুদে বন্দুকে আর লাঞ্ছিত হবেনা রাজপথ
বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবার নিতে হবে বিজয়ের শপথ।
বিজয়ের শুভেচ্ছা প্রিয় কবি দা। অভিনন্দন আপনাকে। বাংলাদেশের জন্য।
* ধন্যবাদ প্রিয় কবি দি….