লিমেরিক
॥ ০১ ॥
লিখেছেন তিনি শ’ তিনেক পদ্য
তখন যদিও উঠেছে গোঁফ দাড়ি সদ্য,
পাতার পর পাতা
খাতার পর খাতা
ছাপা না হওয়াতে হাপিত্যেশ অদ্য।
॥ ০২ ॥
একটা লোকের দেমাগ ভারি স্বভাবেতে খল
নিজেকে ভাবে মাসুদ রানা বাকি সব পাগল,
ভাবে সে সবরকম
নিজেই করে বকবকম
আড়াল থেকে সবাই বলে আস-রামছাগল!
দারুণ ইন্টারেস্টিং।
নন্দিত শুভেচ্ছা রাখলাম প্রিয় মাহবুব আলী ভাই। শুভ সকাল।
অনেক অনেক কৃতজ্ঞতা মুরুব্বী ভাই। সুপ্রভাত জানাই।
দক্ষ হাতের লিখা… পড়ে তৃপ্ত হই
শুভেচ্ছ নিন প্রিয়
অনেক ধন্যবাদ ডাকতার ভাই। নিয়মিত আসা হয় না। সেই মন আর নেই। ভালো থাকুন।