লিমেরিক

লিমেরিক

॥ ০১ ॥
লিখেছেন তিনি শ’ তিনেক পদ্য
তখন যদিও উঠেছে গোঁফ দাড়ি সদ্য,
পাতার পর পাতা
খাতার পর খাতা
ছাপা না হওয়াতে হাপিত্যেশ অদ্য।

॥ ০২ ॥
একটা লোকের দেমাগ ভারি স্বভাবেতে খল
নিজেকে ভাবে মাসুদ রানা বাকি সব পাগল,
ভাবে সে সবরকম
নিজেই করে বকবকম
আড়াল থেকে সবাই বলে আস-রামছাগল!

মাহবুব আলী সম্পর্কে

মাহবুব আলী দিনাজপুর, বাংলাদেশ। প্রভাষক। প্রকাশিত বই: ১. অস্তিত্বের পলায়ন (গল্প) ১৯৯২ ২. ছোটগল্পের নির্মাণশৈলী (সাহিত্য ও সাংবাদিকতা) ২০১৮ ৩. অস্তিত্বের পলায়ন (গল্প) (রিভাইজড ভার্সন) ২০১৮ ৪. ভয় (গল্প) ২০১৮ ৫. পিঙ্গল বিকেলের আয়নায় (গল্প) ২০১৮ ৬. অযোগ্যতার সংজ্ঞা (গল্প) ২০১৮ ৭. রাত পাহারা চোখ (গল্প) ২০১৮ ৮. গোপনীয়তার অলিগলি (বড়গল্প) ২০১৮

4 thoughts on “লিমেরিক

  1. দারুণ ইন্টারেস্টিং। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif নন্দিত শুভেচ্ছা রাখলাম প্রিয় মাহবুব আলী ভাই। শুভ সকাল।

    1. অনেক অনেক কৃতজ্ঞতা মুরুব্বী ভাই। সুপ্রভাত জানাই।

    1. অনেক ধন্যবাদ ডাকতার ভাই। নিয়মিত আসা হয় না। সেই মন আর নেই। ভালো থাকুন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।