দীর্ঘশ্বাস
ভেবেছিলাম বড়ো হবো অনেক
দূরের ঐ আকাশটা পারব ছুঁতে
জীবনের হাল ধরবো শক্ত হাতে
পারলাম কই, কামড়ায় বিবেক।
হলো অর্জন বহু সনদ বহু চিঠি
কাজ হয় নি কেউ দেয় নি দাম
নেপথ্যে তোমরা, ফেললে ঘাম
স্বপ্ন দাঁড়াবো পাশে সেও মাটি।
হারাতে বসেছি, বিশ্বাস আশ্বাস
কোন মুখে দাঁড়াই লজ্জা লাগে
পেলামই শুধু ঢেলে দিলে ত্যাগে
বেঁচে আছি সাথি তবে দীর্ঘশ্বাস।
কবিতার শুদ্ধ ব্যকরণ যদিও আমার জানা নেই; তারপরও আপনার এই লিখাটি অসাধারণ লেগেছে। অভিনন্দন মি. সাইদুর রহমান। ব্রাভো।
অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মরুব্বী। কোথাও অন্ত্যমিলে বা ছন্দে বা কাব্য ব্যকরণে ভুল হয়ে থাকলে দয়া করে আপনি সম্পাদনা করে উপকৃত করবেন। ভালো থাকবেন।
অন্ত্যমিল বাঁচাতে
অভ্যন্তরীণ কিছু ধন্ধে হোঁচট লেগেছে
অন্যথা লিখাটি বেশ !!
নির্ভেজাল এবং সঠিক মন্তব্য আজকাল কেউ করে না যা আমি সব সময়ই চাই। আপনি কার্পণ্য করেন নি। কৃতজ্ঞ হয়ে থাকলাম ভাই দাউদুল ইসলাম । অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন।