যুগলবন্দি

কবিতা ও গানে সর্বনাশ ডেকে এনে, আমাকে করো পথ সমগ্র লিখে রাখুক অতিক্রমের ধারাবিবরণী। বাতাসে নির্মেদ-বিশ্বাস। রং তার হিজলপাতার। বুকে ছড়ানো উর্ধমুখী দু-পাশের শিরা, সমর্পণের গড়ন। কোনো নাটমন্দিরে নেচে-গেয়ে ওঠা বিভোর যেন!

কবিতা ও গানে সর্বনাশ ডেকে এনে, আমাকে করো পুনঃপ্রতিষ্ঠা। একটা -একটা করে মহামারী খুলে যাক রেশম-তন্তুর মতো। অনবরত ওঠা-নামার জাদুবাস্তবতা দু-হাতে পরে নিক মৃত্য-পরোয়ানা। যেভাবে আত্মহত্যার আগে উজ্জ্বল হয়ে ওঠে প্রতিটি মুখ, সেভাবেই …

কবিতা ও গানে সর্বনাশ ডেকে এনে, আমাকে করো হলুদ অভিধান। অস্পষ্ট-অমসৃণ পাতা থেকে নেমে আসুক বিকলাঙ্গ অক্ষরেরা। ধার করে লিটল ম্যাগাজিন করা বোকা সম্পাদকের নামের বানানে ছিটিয়ে দাও খই-চন্দন-সিঁদুর,যেন রমজান-পূর্ণিমা!

কবিতা আর গানে সর্বনাশ ডেকে এনে, আমাকে সাদা-বাতাস করো। ভ্যালি অব লভ থেকে উঠে আসা সুখে এখন শুধুই শীত। পুলওভারের পকেট বরবাদ লিখুক
কুহু রঙে। সারিসারি মৃত্য শুয়ে থাক জাতীয় সংগীত গাওয়া শেষ উচ্চারণের শেষ ফাঁকে না-বেরোনো স্বরের মতো …

10 thoughts on “যুগলবন্দি

  1. অস্পষ্ট-অমসৃণ পাতা থেকে নেমে আসুক বিকলাঙ্গ অক্ষরেরা।

    গদ্য কবিতায় অসাধারণ সব উপমা বাক্যের ব্যবহার। অভিনন্দন কবিবন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. শব্দে শব্দের যুগলবন্দি। বাহ্ বেশ হয়েছে মনোনীতা চক্রবর্তী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. ওয়াও কবি। একদিনেই দুটি লেখার সন্ধান পেলাম। আপনার জন্য শুভকামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  4. প্রত্যেকটি অক্ষর যেন বাঁধাই করা। এই ধাঁচের কবিতা আমার ভীষণ প্রিয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. খুব ভালো লিখেন আপা। শুভকামনা রইলো আপনার জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  6. রং তার হিজলপাতার। বুকে ছড়ানো উর্ধমুখী দু-পাশের শিরা, সমর্পণের গড়ন।

    চমৎকার কবিতা পড়লাম। :)

  7. মনোমুগ্ধকর পরিবেশনা। আপনার লেখা কবিতায় ভালোবাসা রেখে গেলাম। শুভেচ্ছা জানবেন।       

মন্তব্য প্রধান বন্ধ আছে।