আমি গণতন্ত্র!

আমি গণতন্ত্র, রাষ্ট্রের মূল মন্ত্র,
জনস্বার্থ বিক্রি করেও, সর্বদা স্বতন্ত্র!
আমি সর্বশ্রেষ্ঠ, অন্ধত্বে পথভ্রষ্ট,
উগ্রবাদ আর সহিংসতা, আমি দ্বারা সৃষ্ট!

আমি আদর্শে ন্যায়বান, নিত্য রচি অভিধান,
শোষণের বীজ বপন করে, খুঁজে ফিরি সমাধান!
আর দেই যদি হুংকার, কাঁপে রাজা রাজ দরবার,
নিষ্পেষণ আর নিপীড়নে, জনতার হাহাকার!

শাস্ত্রীয় শক্তিতে, অকাট্য যুক্তিতে,
অশ্রু জলে প্লাবন বয়, মানবতার মুক্তিতে!
প্রকাশ্য দিবালোকে, গণহত্যা দেখি চোখে,
অপরাধীকে আঁচলে বেঁধে, ইতিহাস যাচ্ছি লিখে!

আমার শক্তি জনগণ, তাদের নিয়েই প্রহসন,
ধর্ম বর্ণের যুদ্ধে রাঙা, আমার সিংহাসন!
অবিচল নিষ্ঠায়, সচেষ্ট শান্তি প্রতিষ্ঠায়,
তাইতো শাসক শোষিতদের, তাজা রক্তে নায়!

আমি রাষ্ট্রের স্রষ্টা, জনতার স্বপ্ন দ্রষ্টা,
শোসন লিপিতে পূর্ণ করি, আইনের পৃষ্ঠা!
আমি গণতন্ত্র, রাষ্ট্রের মূল মন্ত্র,
ষড়যন্ত্র রুখতে করি, হাজার ষড়যন্ত্র!

12 thoughts on “আমি গণতন্ত্র!

  1. আমি গণতন্ত্র, রাষ্ট্রের মূল মন্ত্র,
    ষড়যন্ত্র রুখতে করি, হাজার ষড়যন্ত্র! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়।

      ভালো থাকবেন।

      দোয়া করবেন।

  2. মন্তব্যের উত্তর আপনার কম। সো পড়ে চলে গেলাম কবি বাবু ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. আমি ভীষণ লজ্জিত দাদা। খুব কম সময় পাই আজকাল। ভালো থাকবেন। 

  3. আমার ব্যস্ততাও কম নয় কবি দা। তারপরও আমার পোস্টকে আমি সময় দেই।  ধন্যবাদ।

    1. প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি দিদি।

      প্রকৃত পক্ষে ইচ্ছা থাকলে সব হয়। কিন্তু আমার বেলায় ইচ্ছা থাকা সত্ত্বেও কেন জানি হয়ে ওঠে না। এটা আমার ব্যর্থতা আর অযোগ্যতা দুটোই।

      ভালো থাকবেন।

  4. অবিচল নিষ্ঠায়, সচেষ্ট শান্তি প্রতিষ্ঠায়,
    তাইতো শাসক শোষিতদের, তাজা রক্তে নায়!

    1. শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়।

      ভালো থাকবেন।

      দোয়া করবেন।

    1. শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়।

       

      দোয়া করবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।