রোহিঙ্গা বালকের আর্তনাদ

তোমা‌দের দুয়া‌রে আ‌মি একটু আশ্রয় চাই

আমার বাবা ছিল
মা ছিল ভাই ছিল
বোন ছিল

আমার স্বপ্ন ছিল ফস‌লের মাঠে সোনা ফলাবার
গেরুয়া কাপড় গা‌য়ে জড়া‌নো একদল লোক
ও‌দের হা‌তে চাপা‌তি-আ‌গ্নেয়াস্ত্র
চো‌খে হিংসা, লোভ, লালসা
ওরা আমার বাবা‌কে হত্যা ক‌রে‌
আমার বোন‌কে ধর্ষণ ক‌রে‌
আমার মা‌য়ের কোল থে‌কে ভাই‌টি‌কে ‌কে‌ড়ে নি‌য়ে
ছু‌ড়ে ‌দেয় দাউদ‌াউ আগু‌নে
জ্বা‌লি‌য়ে পু‌ড়ি‌য়ে ছারখার ক‌রে‌ আমার বস‌তি

আর আ‌মি আমার শোক বিহ্বল মা কে রে‌খে
আমার জীবন নি‌য়ে পা‌লি‌য়ে এ‌সে‌ছি তোমা‌দের দুয়া‌রে
আ‌মি মানুষ আ‌মি বাঁচ‌তে চাই

youtu.be/-NOc9pi68wI
কবিতাটির আবৃত্তি লিংক।

1 thought on “রোহিঙ্গা বালকের আর্তনাদ

  1. কবিতাটি পড়লাম। পাশাপাশি আবৃতিও শুনলাম। অসাধারণ সংযোজন।

    মনটা আর্দ্র হয়ে উঠলো। মন হাহাকার করে উঠলো। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।