নজরুল তুমি কই ? বাজাও বিষের বাঁশি,
সত্য ন্যায়ের পাল তুলে দাও অসত্যেরে ফাঁসি।
দারিদ্রে পিষ্টে যে জন মরে দাও তারে সুখ আনি,
নিষ্পাপ জনের লৌহ কবাটে দিয়ে যাও আঘাত হানি।।
.
মুছে দাও তুমি বিভেদ মানুষে সকলে করো একজাতি,
ঘৃণার দেয়াল ধুলায় লুটায়ে দিয়ে যাও প্রেমের খ্যাতি।
অত্যাচারে ঘাতে ঘাতে আজ মরিছে অবুঝ শিশু,
সকলের হিয়ায় বাঁধিতে দরদ এসো হয়ে আজ যিশু।।
.
নীতির মঙ্গায় ঘৃণিত হচ্ছে দেশ ললাটের নেতা,
সাম্যের গান আবার শুনায়ে প্রীতি দিয়ে যাও যথা।
দূরে তুমি থেকোনা আজি এই বঙ্গ হারায় প্রাণ,
তাবেদারী রোধে বিদ্রোহ করে সার্বভৌম করো দান।।
.
২৭/০৮/২০১৬
6 thoughts on “স্মরণে নজরুল”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বিনম্র শ্রদ্ধা জানাই———
আমিও….
'দূরে তুমি থেকোনা আজি এই বঙ্গ হারায় প্রাণ,
তাবেদারী রোধে বিদ্রোহ করে সার্বভৌম করো দান।'
কবি কাজী নজরুল ইসলাম এর মহা প্রয়াণে জানাই শ্রদ্ধাঞ্জলি।
ভালোবাসা……
Respect
ধন্যবাদ…