যখন আমি নারী ভালোবাসলাম তখন তার মানুষ হবার প্রাণানন্ত চেষ্টা।
যখন আমি মানুষ ভালোবাসতে চাইলাম সে চিরায়ত নারী।
সময়ের আবর্তে শরীরের গন্ধ বিলীন হয়,
সবুজ রং ধুসর হয়
পুরাতন চালের মতো ভালোবাসায় গায়ে সফেদ আবরণ পড়ে।
হায়্ সময়! সুখস্মৃতি বিস্মৃত হবার আপ্রাণ চেষ্টায় ক্লান্ত।
তবে কি ভালোবাসা সময়ের দাস?
আনুগত্য কি শুধু রঙ্গীন আর সবুজ বেলায়?
তবু আজ প্রার্থণায় বলি ভালোবাসা ভালো থাক
প্রাচীন পৃথিবীতে আমিও বিস্মৃতি হবো শুধুই সময়ের অপেক্ষা
একটি নিঃপ্রাণ সময়ের অপেক্ষা।
3 thoughts on “সময় অসময়”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
প্রায় অনেকদিন পর আপনার লিখা পড়লাম। সুন্দর।
শব্দনীড় এর ক্রান্তিকালে যে কয়জন সুহৃদ শব্দনীড় এর পাশে এসে দাঁড়িয়েছেন তাদের অন্যতম আপনি। এভাবেই শব্দনীড় এর কাছাকাছি থাকবেন এই প্রত্যাশা রাখছি।
বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা রাখছি।
শুভেচ্ছা রইলো কবি বন্দ্ধু…….
চমৎকার লেখা কবি ভাই। শুভ নববর্ষ।