Untitled

তৈল

বেশ ক’বছর চাকুরী শেষে আজ সত্যিই মনে হল:
বেকার থাকার চেয়ে কর্মময় জীবন অনেক ভাল
কিন্তু, সেখানে সফলতার জন্য রয়েছে অনেক পথ
যা অর্জিতে চাইলে চিনতে হবে অত্যাধূনিক এই রথ

দেখ, তোমার সাথের এক বন্ধু এক বছরেই অফিসার
আর তুমি? যত কাজই করো সবাই বলে সেটি অন্তঃসার
অথচ, তোমার মনে এসব দেখে ও ভেবেই ভীষণ কষ্ট
কিন্তু, বর্তমানে এতটা সরল হলে জীবন হবে নষ্ট

তাহলে এবার ভেবে বলো, তোমার ভুল কোথায় আছে?
কাজে নাকি ড্রেসআপে, সততায় নাকি ব্যর্থতার কাছে
কিছুই খুঁজে পাচ্ছো না! এভাবে খুঁজে কোনদিনই পাবে না
খুঁজতে হবে অন্যপথে যা তুমি এতদিনে একবারও ভাবলে না

তোমার বন্ধু যিনি অফিসার হয়েছেন তাকে দেখ
প্রতিদিনের আসা-যাওয়ার কার্যকলাপগুলো মনে রেখ
দেখ, তার বস্ নয়তো প্রতিষ্ঠানের মালিকের অফিস
সর্বদা গিয়ে করে প্রশংসা আর গোপন কথায় ফিসফিস

বাজার থেকে ইলিশ মাছ কিনে উপহার দেয় অফিস কর্তাকে
অতঃপর বলে, মা দিয়েছে পুকুরের মাছ, দুয়া করবেন তাকে
অন্যের নামে মিথ্যা, কুৎসা বলে প্রশংসায় ভিজায় বস্রে মুখ
অবশেষে বস্ তাকে আপন ভেবে বলে, ব্যাটা চিন্তা করিস না।
থাকবে না তোর কোন দুঃখ…

সাইদুর রহমান১ সম্পর্কে

স্নাতকোত্তর (চলমান), সমাজকর্ম বিভাগ, ওসমানিয়া বিশ্ববিদ্যালয় তারনাকা, হায়দ্রাবাদ-500007, তেলেঙ্গানা স্টেট, ভারত প্রকাশিত গ্রন্থঃ তিনটি, যথাক্রমে- মনঃপীড়া, মায়াজাল এবং পার্বতী রক্তের গ্রুপঃ এ পজিটিভ, জাতীয়তাঃ বাংলাদেশী।

5 thoughts on “তৈল

  1. দুই একটি জায়গায় নতুন শব্দ আসায় লিখাটিকে দূর্বল না করে বরং শক্তিশালী করেছে।

    দীর্ঘ একটি সময় পর শব্দনীড় ফিরে আসার সাথে আপনার লিখনকে মাইলফলক বলা যেতে পারে। অসংখ্য ধন্যবাদ মি. সাইদুর রহমান। শব্দনীড় এর পাশে থাকুন। :)

      1. আপনার জন্যও অফুরান শুভেচ্ছা রইলো। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।