তুমি এসেছিলে ঘুমঘোরে

কাল সারাটি রাত ধরে
তুমি ছিলে স্বপন মাঝে
ঘুমেরই ঘোরে।।

কোথা দিয়ে কেটেছিল রাত
এসেছিল বসন্ত বাতাস
বুঝিনিতো আমি, বুঝিনি
কে এসেছিল আমারই দ্বারে।।

একটু খানি পরশ এখনও আছে লেগে
বুঝেছি তাই ঘুম থেকে জেগে
এসেছিলে যদি ডাকনি কেন নামটি ধরে
দিয়ে কেন গেলে না স্মৃতির পেয়ালা ভরে।

তুমি কি এসেছিলে নীরব পায়ে
ঘুম ঘুম আবেশে
বসন্ত হয়ে জোনাকির সাথে
রাতের আঁধারে।।

15267971_1413988858629914_8558994129425940982_n

16 thoughts on “তুমি এসেছিলে ঘুমঘোরে

  1. ‘তুমি কি এসেছিলে নীরব পায়ে
    ঘুম ঘুম আবেশে
    বসন্ত হয়ে জোনাকির সাথে
    রাতের আঁধারে।’

    ___ লিখার আঙ্গিকে সেই পুরোনো বন্ধু মোঃ খালিদ উমরকে পেলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. একটু খানি পরশ এখনও আছে লেগে
    বুঝেছি তাই ঘুম থেকে জেগে
    এসেছিলে যদি ডাকনি কেন নামটি ধরে
    দিয়ে কেন গেলে না স্মৃতির পেয়ালা ভরে।
    ……………….
    এত ভাল লেগেছে (গানের) কথাগুলি যে গাইতে ইচ্ছা করছে।

    1. গেয়ে ফেলেন তবে আমাকে শোনাতে হবে কিন্তু………………………

  3. সুর করবে কে কবি ? নাকি নিজেই সুর করেন ।
    গীতিকার এবং সুরকার এবং কবি খালিদ ভাই । ভালো থাকবেন ।

    1. না আপা আমি কবি নই এবং আমার কন্ঠে সুরও নেই। আমার গানে যে সুর করত আমার সেই গানের পাখি আমাদের সবাইকে রেখে চলে গেছে (আমার বড় মেয়ে, আমার বটবৃক্ষ).

  4. তুমি কি এসেছিলে নীরব পায়ে
    ঘুম ঘুম আবেশে
    বসন্ত হয়ে জোনাকির সাথে
    রাতের আঁধারে।।

    * ভালো থাকবেন প্রিয় কবি…

  5. একটু খানি পরশ এখনও আছে লেগে
    বুঝেছি তাই ঘুম থেকে জেগে
    এসেছিলে যদি ডাকনি কেন নামটি ধরে
    দিয়ে কেন গেলে না স্মৃতির পেয়ালা ভরে- অসাধারণ!!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।