শৈশব স্মৃতি

অমোচনীয় আজ পিছু যাওয়া বৈকালের সেই বেলা
স্বৈরভাবে কাটিয়েছি সেসব রঙ্গদশার মেলা
কেটেছে কত নির্ঘুম রাতি ফেঁসেছি কত দুষ্ট জালে
মায়ার চাদর বিছিয়ে দিয়েছি বন্ধু মহলে আড্ডাকালে

স্মৃতির পাতায় আজ জড়ানো শৈশব খুঁজিফিরি
যৌবন শেষে করছি হেসে দাদাগিরি
হৃদকুঞ্জের গহীন বনে ভাবনা দোলায় দিবানিশি
অম্লান সেই ফেলিত লঘন কেটেছে নিগূঢ় হাসিখুশি

গ্রামের সেই পাঠ্যশালায় পড়েছি যখন হেলেদুলে
কেঁদেছি কত বেতের মারে হেসেছি হৃদয় প্রাণ খুলে
বারংবার স্বরি বাল্যবেলা আসবে কি আর সম্মুখপানে!
অসম্ভবকেও জপছি কারণ হৃদপিঞ্জের মায়ার টানে

খেলেছি পাশা সদলবলে কানামাছি, বৌ-ছি নয়কো ফেলে
ঝিনুক তুলেছি পানি ডুবে ধরেছি মাছ সেজেছি জেলে
কাবাডির সেই ডু’র তালে মেলেছি বাহু বক্র তালে
কখনো হেরে কেঁদেছি দলে আবার হেসেছি বিজয়কালে

দুর্বার গতিতে চলছে সময় ভাসছে স্মৃতি নয়ন পানে
স্বস্তি খুঁজি জপে তাকে গহীন মনে এক ধ্যানে
ভাবনাটাই আজ খোদাই করা তাইতো দেখি চলন পথে
ভাগ্যদেবী নয়কো দিবে যাত্রা ছেড়ে উল্টো রথে

সাইদুর রহমান১ সম্পর্কে

স্নাতকোত্তর (চলমান), সমাজকর্ম বিভাগ, ওসমানিয়া বিশ্ববিদ্যালয় তারনাকা, হায়দ্রাবাদ-500007, তেলেঙ্গানা স্টেট, ভারত প্রকাশিত গ্রন্থঃ তিনটি, যথাক্রমে- মনঃপীড়া, মায়াজাল এবং পার্বতী রক্তের গ্রুপঃ এ পজিটিভ, জাতীয়তাঃ বাংলাদেশী।

7 thoughts on “শৈশব স্মৃতি

  1. লিখায় নস্টালজিক ভাবনার অনুক্ত প্রকাশ যথেষ্ঠ সুন্দর ভাবে ফুটে উঠেছে।
    ভালো একটি লিখা উপহারের শুভকামনা মি. সাইদুর রহমান। :)

    1. আপনাকে শুভ অভিনন্দন শ্রদ্ধেয় মি. মুরুব্বৗ। আপনার সদা সজাগ দৃষ্টি, উপযুক্ত কমেন্ট ও সঠিক দিক-নির্দেশনা সামনের পথকে বেগবান করবে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।