সময় খুব দ্রুত বয়ে যায়, পরিবর্তিত হয়ে যায় চেনা জানা মানুষগুলো। একসময় চ্যাট বক্সে যে নামটি সবার উপরে থাকতো, সেই নামটিও হয়তো এখন আর খুব বেশী মনে পড়ে না। চ্যাট বক্সের তলানিতে হারিয়ে গেছে নামটি। কিন্তু কোন এক একাকী বিকেলে, বিষণ্ণ সন্ধ্যায়, কিংবা গভীর রাতে হয়তো হঠাৎ করেই মনে পড়বে একসময়ের চ্যাট বক্সের প্রথমে থাকা সেই নামটি কে। তাড়াহুড়ো করে খোলা হবে চ্যাট বক্স। সার্চ করে কিংবা স্ক্রল করে একসময় খুঁজে পাওয়া যাবে সেই নামটি….। পুরনো চ্যাটগুলো দেখে বুকের বাঁ পাশ ধরে আসবে, হয়তো একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে বুকের ভেতর থেকে। তারপর আবার দু’জনেই হারিয়ে যাবে যার যার জীবনের কক্ষপথে। হয়তো অন্য কোন বিকেলে, অন্য কোন সন্ধ্যায়, কিংবা অন্য কোন গভীর রাতে আবারো খোলা হবে চ্যাট বক্স। বুকের বাঁ পাশে আবারো ব্যাথা হবে। ততদিন স্মৃতিগুলো না হয় ছেলেটির চ্যাট বক্সেই বন্দি থাকুক……..।
————————-০——————-
#ছেলেটি_by_Kamal_Uddin_Mehedi (ফেসবুক হ্যাশট্যাগ)
আমার ব্যক্তিগত ব্লগ।
ফেসবুকে আমি।
এফবুকীয় এমন অসংখ্য স্মৃতি আমারও জমা হয়ে আছে।
কোথায় গেছে হারিয়ে গেছে সব। অতিময় আন্তরিকতার সেই মানুষগুলোন। সময়।
কোথায় গেছে হারিয়ে গেছে সব

চ্যাটবক্সে তো হাজার হাজার স্মৃতি বন্দী –
ভালো থাকবেন। শুভকামনা রইলো ।
শুভকামনা

হয়তো অন্য কোন বিকেলে, অন্য কোন সন্ধ্যায়, কিংবা অন্য কোন গভীর রাতে আবারো খোলা হবে চ্যাট বক্স। বুকের বাঁ পাশে আবারো ব্যাথা হবে। ততদিন স্মৃতিগুলো না হয় ছেলেটির চ্যাট বক্সেই বন্দি থাকুক……..। – এই স্মৃতিগুলি বড্ড দামী।
ঠিক বলেছেন জনাব