ব্লগিং এ আদবকায়দা শালীনতা

how-often-blog-why-blogging-writing-ideas

ব্লগিং এর আদবকায়দা কিংবা শালীনতা :

অনেকের অনেক রকম নেশা থাকে যেমন ছুটির দিনে বা অবসরে বড়শী ফেলে মাছ ধরে, কেউ ফুলের বাগান কিংবা শাকসবজির বাগান করে আবার কেউ খেলাধুলা করে। এই ধরনের নেশাগুলি কিন্তু সবই নেশার মাধ্যমে কিছু প্রাপ্তি বা সহজ কথায় বলা যায় সব কিছুই গঠন মূলক কাজকর্ম। ঠিক তেমনি ব্লগিং কারো কোন পেশা নয় এটা একটা নির্মল নেশা। অহেতুক গালগল্প না করে, অহেতুক আড্ডা না দিয়ে কিংবা অকাজের কোন চিন্তা ভাবনা বা দুশ্চিন্তা না করে যারা ব্লগিং করেন তাদের সালাম জানাচ্ছি এবং সার্বিক শুভকামনা করছি।

ব্লগিং যারা করেন তাদের প্রত্যেকেরই ছোট কিংবা বড় নানা ধরনের স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় কিংবা কোন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নানা ধরনের ডিগ্রি আছে আমরা এটা ধরেই নিতে পারি। কারণ এখানে কেবল হাজিরা দিলেই হয় না এখানে এলে যেকোনো বিষয়েই হোক কিছু না কিছু লিখতে হয় এবং সর্বোপরি একটু কম্পিউটার জ্ঞান থাকতে হয়। কম্পিউটারে শুধু word জানা থাকলেই হয় না সাথে ইন্টারনেট, গ্রাফিক্স বা এমনি অনেক কিছুই জানতে হয়। সেই হিসেবে আমরা ধরেই নিতে পারি তারা প্রত্যেকেই শিক্ষিত ব্যক্তি।

এখানে নিয়মিত বা অনিয়মিত যেভাবেই নিজ উপস্থিতি দিয়ে থাকুন না কেন আপনি কম বা বেশী কোনো পোস্ট দিচ্ছেন। কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করে অনেক পরিশ্রম করে কিছু লিখছেন আর তা ব্লগে প্রকাশ করছেন এবং সংগত কারণেই আপনার মনে একটা সুপ্ত ইচ্ছা জাগ্রত হয় আমি কেমন লিখলাম সে সম্পর্কে সবাই কি বলছে! অনেকেই এমনি তার মতামত দেন কিংবা অভিনন্দন জানান কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যার পোস্টে মন্তব্য করলেন তিনি সাধারণ ধন্যবাদটুক পর্যন্ত জানাতে কৃপণতা করেন এমনকি তিনি অন্য কারো পোস্ট দেখেনও না বা কোন মন্তব্যও করেন না। এটা আমরা কোন শিক্ষিত ভদ্রজনের কাছে কি এমনটা আশা করি? মোটেই না। তাহলে কেন আপনি শুধু আত্মকেন্দ্রিক হয়ে থাকবেন? অন্যের পোস্টে আপনার মতামত ব্যক্ত করুন নিদেন পক্ষে আপনার পোস্টে করা মন্তব্যের প্রতি উত্তর দিন। এটুক ভদ্রতা কিন্তু আমরা সবাই আশা করতে পারি।

কেউ নিজেকে সবার চেয়ে উত্তম ভাবলে কি একসাথে ব্লগিং করা যায়? যায় না। তবে আমি নিজেও কিন্তু কবিতার পোস্ট দেখি না কারণ কবিতার জটিল কথা বোঝার মত জ্ঞান আমার নেই বা আমি এই ব্লগকে কবিতা সর্বস্ব ব্লগ হিসেবে দেখতেও চাই না। তবে মাঝে মাঝে যে কোথাও যাই না তাও আবার হলফ করে বলা যাবে না। কোথাও কোথাও যাই আবার সাধারণ ভাবে কিছু একটা বলতে হয় তাই বলে আসি কিন্তু পরে যখন দেখি আমার সেই সামান্য মতামতের কোন প্রতি উত্তর নেই তখন মনটা ভেঙ্গে যায়। এমনটা কি আপনার হয় না? নিশ্চয়ই হয়।

কাজেই আসুন না আমরা সবাই সবাইকে নিয়ে শব্দনীড়কে সুন্দর করে সাজিয়ে তুলি। সবাই সবার কৃত কর্মের প্রতি সম্মান জানাই এবং নিজেও সম্মানিত হই। আমরা কে কি করছি তাই এক জন আর একজনের কাজ দেখব দরকার হলে তাকে পরামর্শ দেব নতুনেরা শিখবে, বন্ধুরা আলোচনা করবে তবেই না জমবে নির্মল নিষ্কলুষ আড্ডা। আমরা সবাই সবার নিকট আত্মীয়ের মত ঘনিষ্ট বন্ধু হই!

শব্দনীড় তুমি ভাল থাক, দিনে দিনে তোমার বৈভব সরা বিশ্বে ছড়িয়ে পরুক এই কামনা করছি আর সেই সাথে আমরা সবাই এই শব্দনীড়ের ছায়াতলে বন্ধুত্বের হাত প্রসারিত করি এই প্রত্যাশা নিয়ে আজ এখানেই শেষ করছি।

আবার দেখা হবে বন্ধু, হয়ত আগের মত শব্দনীড় আয়োজিত কোন পিকনিক কিংবা কোন জমকালো আড্ডায়। সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা।

blogging

23 thoughts on “ব্লগিং এ আদবকায়দা শালীনতা

  1. চমৎকার লিখেছেন খালিদ ভাই। আমিও তেমন করে ভাবি। সেইসঙ্গে জুড়ে দিতে চাই, পরিচিত হওয়া ও বন্ধুত্বের সেতু তৈরি করার আকাঙ্ক্ষা। পারস্পরিক জানাশোনা। কেমন লেখার ট্রেন্ড। কে কেমন পছন্দ করেন ইত্যাদি বিষয়গুলো। ভালো লাগল।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. এজীবনে যাহা আমি চাই তাহা আমি পাইনা
      যাহা পাই তাহার কিছুই যে আমি চাইনা!
      পারিনা মনের কথা কাওকে বোঝাতে, আপনি বুঝতে পেরেছেন জেনে ভালই লাগছে।
      আশা করি সবাই এমন করে ব্লগিং করবেন।
      ধন্যবাদ https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ‘ব্লগিং কারো কোন পেশা নয় এটা একটা নির্মল নেশা। আমরা কে কি করছি তাই এক জন আর একজনের কাজ দেখব দরকার হলে তাকে পরামর্শ দেব নতুনেরা শিখবে, বন্ধুরা আলোচনা করবে তবেই না জমবে নির্মল নিষ্কলুষ প্রাণবন্ত সহাবস্থানের আড্ডা।’

    সন্দেহাতীত ভাবে অনন্য বিশ্লেষণ হয়েছে বন্ধু। ব্লগিং হোক আনন্দের। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ব্লগিং কিন্তু এমনটাই হওয়া উচিত তাইনা বন্ধু?
      কিন্তু আমি যা চাই তা যে কেন পাইনা!
      তবুও আশা পথ চেয়ে থাকি।
      https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_sad.gif

    2. সুস্থ্য সুষ্ঠু ধারায় আমাদের পথচলা থাক বন্ধুত্বের নিবিড় ছায়াতলে।

  3. শব্দনীড় ভাল থাক। দিনে দিনে তোমার বৈভব সরা বিশ্বে ছড়িয়ে পরুক এই কামনা করছি আর সেই সাথে আমরা সবাই এই শব্দনীড়ের ছায়াতলে বন্ধুত্বের হাত প্রসারিত করি এই প্রত্যাশা নিয়ে আজ এখানেই শেষ করছি।

    আবার দেখা হবে বন্ধু, হয়ত আগের মত শব্দনীড় আয়োজিত কোন পিকনিক কিংবা কোন জমকালো আড্ডায়। সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. হ্যা, ব্লগিং কারো পেশা নয়- শ্রেফ ভালোলাগা! নেশা ও বলা যায়।

    আপনার জন্যও শুভকামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. দরকার হলে এমন ব্লগারের সন্ধানে শোভাযাত্রা করব কিংবা বিজ্ঞাপন দেব ভাই।
      https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Paper.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_PC Hack.gif.gif

    2. এমন পাগল অনেক পাবেন আপনি প্রিয় ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif
      বেশ কয়েক’বার আপনাকে বিজ্ঞাপন দিতে হতে পারে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

      ★ পাগল = জিনিয়াস https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    3. আরে ভাই আমারে এখন মাইনসে নুরা পাগলা কইয়া ডাকে। যাক তাতেও আমি দিল খুশ। আল্লাহ যা করেন ভালর জন্যেই করেন। পাগল মানে যে জিনিয়াস সেই কথা কি আর লেখকেরে কইয়া দেওয়া লাগে ভাই? জিনিয়াসরাই পাগল হয়। ধন্যবাদ ভাই।

  5. দারুণ ভাবে উপস্থাপন করছেন।
    আশাকরি আমরা সবাই আপনার যৌক্তিক কথাগুলো মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
    সবার পদচারণয় শব্দনীড় উজ্জ্বলিত হোক, সেই শুভ কামনায়।

  6. আমি কারো ব্লগে যাই না । মন্তব্য করি না …। কারন কি লিখব বুঝতে পারি না । https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shy.gif.gif

    1. ভাইজান! তাইলে দেখতাছি আপনে আমার চাইতেও জ্ঞানি লোক।কি আশ্চর্য! আমার চাইতেও জ্ঞানি মানুষ এই ব্লগে আছে?https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Trumpet.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Trumpet.gif.gif

    2. বিশ্বাস না হয় তো আমার প্রোফাইল দেখুন লিখা আছে -এখনো কারো ব্লগে যান নি ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

  7. ব্লগিং আসলেই নির্মল একটা নেশা । সবার লেখা পড়া ভালো । এতে ধৈর্য তৈরী হয় যেমন পড়ার একটা অভ্যেস ও তৈরী হয় । এবং এই যে দায়িত্ববোধ নিজে ব্লগে পোস্ট দিয়েই চলে যাওয়া খুব স্বার্থপরের মতো মনে হয় ।
    সামাজিকতার মতো ব্লগের সামাজিকতা মানলেও একটা নির্মল আত্মিক বন্ধুত্ব তৈরী হতেই পারে ।
    শুভেচ্ছা জানবেন খালিদ ভাই ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।