youtu.be/Bka8zJetyiQ
লিখতে বলেছিলে গান
হয়নি লিখা আজো তাই
আকাশ ছেয়ে গেছে মেঘে
বসন্ত আসেনি, বহেনি বাতাস
ওঠেনি চাঁদ এখন বসে আছি নিশি জেগে।।
হয়নি লিখা আজো তাই
আকাশ ছেয়ে গেছে মেঘে
বসন্ত আসেনি, বহেনি বাতাস
ওঠেনি চাঁদ এখন বসে আছি নিশি জেগে।।
ফিরায়ে দিয়েছিলে তুমি
হয়নি দেখা সেই দিন
সেই থেকে আজো ভরে আছে মোর বীণ
হৃদয়ে আজো তুমি তো আছ জেগে।।
বাতাস ছিল মৌসুমি
মনে পরে সেই দিন
এসেছিলে তুমি, ফাগুন নিয়ে এসেছিলে সেই দিন
স্বপনে যেন সেই ছোঁয়া আছে লেগে।।
আহা হা খুব ভালো লাগলো …। সেই তুমি এখন কোথায় আছে, কেমন আছে …।
ধন্যবাদ ভাই।
সেই “তুমি” এখনও ভরে আছে মোর বীণ!
গানটি শুধু শুনলামই না দেখলামও বটে। মাঝের পর যদিও স্ক্রিন ব্ল্যাকআউট ছিলো।
তারপরও পিকচারাইজেশন দেখতে ভালো হয়েছে বন্ধু।
আসলে ছবির আকাল ছিল তাই black out!

youtu.be/joU5IKSECRI
মুগ্ধ…..

বাহ, হাছা কথা কইছেনতো?
এসে এই পপোষ্টে মুগ্ধতা নিয়ে গেলাম।
হুনাইলাম গাহান! আপনে মুগ্ধ পাইলেন কেমনে!
উমড় দা সালাম ভাল আছেন ত
সালাম ভাই। হ্যা ভাই ভাল আছি। আপনি?