যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রস্তাব নিয়ে আসতে চাই!
আমরা যারা দৈনন্দিন কাজে ঘর ছেড়ে বের হয়ে নানা কিছু দেখি, নানা সমস্যা অনুভব করি যেমন, যানজট, অতিরিক্ত রিকশার জন্য পথে হাটা দুষ্কর, ফুটপাথে যেখানে মানুষের চলাচল করার কথা সেখানে মটর বাইক চলছে, আশেপাশের নানা বিচিত্র মনুষ্য চরিত্র কিংবা নানা বিদঘুটে ঘটনার সম্মুখিন হই ওই সব বিষয় নিয়ে আমাদের কার কি ভাবনা বা আমরা এগুলিকে কে কেমন চোখে দেখছি, কি করেইবা এর সমাধান করা যায় এইসব জরিপ করার জন্য পারষ্পরিক মতামত জানতে একটা নিয়মিত আড্ডার আয়োজন করতে চাই। এতে যার যা মনে হয় সেই এই শিরোনামে পোস্ট দিতে পারেন অর্থাৎ সবার জন্য উন্মুক্ত, এটা যে আমাকে একাই দিতে হবে এমন নয়। আপনি যা ভাবছেন তাই নিয়েই আসুন একটা আড্ডায় বসি।।
যদিও জানি আমাদের সামান্য পরিসরে এই আলাপে এইসব সমস্যার সমাধান সম্ভব হবে না তবুও আমরা সবার সাথে আলাপের মাধ্যমে নানা অজানা তথ্য বা ধারনা পেতে পারব। এই আড্ডার শিরোনামের জন্য আমার মাথায় এই মূহুর্তে কয়েকটা নাম মনে হচ্ছে এর মধ্যে থেকে আপনাদের যেটা ভাল লাগে জানাবেন কিংবা আপনার নিজের কোন প্রস্তাবও নির্দ্বিধায় জানাতে পারেন সবার মতামতের প্রেক্ষিতেই “শিরোনাম” নির্ধারিত হবে। তাহলে আমি যা ভাবছি দেখা যাক,
১। জরিপ ও অনুসন্ধান
২। আমি কিছু বলতে চাই
৩। প্রবহমান আমার দেশ
এবার আপনার পালা, মন্তব্য আকারে জানিয়ে দিন, যথারীতি আগামী ৩ দিন পর্যন্ত আপডেট হতে থাকবে এবং এর পরে ফকির আব্দুল মালেক আমাদের দেয়া নামের মধ্যে থেকে একটা নাম বাছাই করবেন।
দীলখুশ মিঞার পক্ষ থেকে আপনাকে লাল গোলাপে শুভেচ্ছা।
হাই হ্যালো।
যদি কিছু মনে না করেন আমি দুইটি কথা বলতে চাই।
এক. আড্ডাতো আড্ডা এর আবার বিষয় কি?
দুই. আমাদের আড্ডার মাঝে ফকির নিয়ে টানাটানি কেন?
আমরা আড্ডা প্রিয় মানুষ। আড্ডা চলুক।
আমি একটা কৌতুক দিচ্ছি।
এক স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করল ” আচ্ছা তুমি আমাকে কেমন ভালোবাস?”
স্বামী : খুব ভালোবাসি। অনেক অনেক ভালোবাসি।
স্ত্রী : আচ্ছা মনে কর তোমার আগেই আমি মরে গেলাম ।তখন তুমি কি করবে?
স্বামী: আমি শোকে দু:খে একেবারে পাগল হয়ে যাব।
স্ত্রী: তাহলে কি তুমি আবার বিয়ে করবে?
স্বামী : পাগলে কি না করে।
আমার প্রশ্ন হলো পাগলে আসলে কি করে!!
বহুত বহুত দিলখুশ জনাব!
অ বুড়া অ খোকা, অ…. অ খুকি আয়রে আয়
আমাদের আড্ডার মাঝে ঝাপিয়ে আয়
আয়রে আয় ছেলেমেয়ের দল শব্দনীড়ের জলসা ঘরে যাই!
জানি এখানে কেউ আসবে নাহ্ তাই কিছুক্ষণ পর আমি একাই নিজের সাথে আড্ডামু
আইব আইব দৌরি দৌরি আইব!
আসিতেছি।
তারাতাড়ি আসেন
টেরেন গাড়িতে আইবেন কইলাম।
খাওন দাওন নাই, খাইয়া পেট ভইরা আইবেন।
ম্যাডাম কেমন আছেন?
আমি? আমি ভাল আছি।
এদেশে যখন চারিদিকে এত গ্যঞ্জাম তখন ভাল থাকি কিভাবে?
আপন মনে নিজের কাজে মন দিয়ে
দিলখুশ মিয়ার দিল খুশ আছে তো ?
কী? কইলামনা, নাচ গান সবই আছে!
আমার জীবনের কিছু গল্প বলব?
ঠিকাছে তবে শুনেন, আমার জীননটি ঠিক মসৃন নয়, প্রতি পদে পদে বাধা, মানুষকে বিশ্বাস করি, আমি ঠকি নি।
গপ্প শুনাইবেন?
আরো বিস্তারিত বলব?
আপনারা কি সত্যি জানতে চান! কেন জানতে চান? শ্রেফ আড্ডার খাতিরে?
বলব, না থাক কেউতো আসছেন না। হয়ত আমার বলা কথা ইথারেই হারাবে।
হারাবে না মিঞা সাব। বলেন।
অ আপনি এসেছেন। যাক তবু পাওয়া গেল।
এ আবার নতুন কি আপনাকে গো সব সময়ই পাওয়া যায়। আচ্ছা আপনার কি খেয়ে কাজ নেই সারাদিন ব্লগে থাকেন! ব্যাপারটা কি?
চার্জ শেষ
দিল খুশ ভাই এত তাড়াতাড়ী চার্জ শেষ হইলে চলব কেমনে?
চার্জ দিয়ে আবার এলাম। আড্ডা দিতে হলে একটা কমন সময় বের করতে হবে। এখানে যেমন পোষ্ট দিয়ে কেউ চলে যায়, যার যারসুবিধা মতো এসে উত্তর দেয় বয় মন্তব্য করে, এ রকম হলে আড্ডা জমবে না।
একটা কমন সময় নির্দিষ্ট করুন যাতে থেকে প্রস্তুত থাকা যায়।
দিলখুশ ভাই ঠিক বলেছেন।
বইয়া রইছেন কেন? তারাতারি বঢ়শী ফালান পরে ভাজি করবেন।
মিছা কথা কইবেন না কইলাম!
আরে না ইথার কনে পাইলেন? সব শব্দনীড়েই থাকব।
সাধারণ প্রস্তাবনা সমূহ :
১. আমাদের এইসব দিনরাত্রি
২. বড় মুখে ছোট কথা
৩. ছোট মুখে বড় কথা
৪. ম্যান ভার্সেস ম্যান
৫. চলতি হাওয়ার পরিপন্থী
৬. জীবন যেখানে যেমন
৭. কাজ নয় কথা বেশী
৮. ঘটন অঘটনে ঘটন চক্র
৯. পথ থেকে পথ … গলি থেকে রাজপথ
১. গোল টেবিল বৈঠক
২.সাপ্তাহিক আড্ডা
৩.কথার পিঠে কথা
৪.আমাদের ভাবনা
৫.ওমরের জলসা
৬. মুরব্বীর জলসা
৭.জলসাাঘর
আগে থেকে ঘোষণা দিয়ে রাখতে হবে, পোষ্ট দিয়ে, মন্তব্য করে, ব্যক্তিগত যোগাযোগ করে প্রচারণা চালাতে হবে।
কারণ এখানে বেশির ভাগ ব্লাগারই ব্যাস্ত থাকেন সে কথাটা বিবেচনায় রাখতে হবে।
পোষ্টে খালিদ ওমর ভাই কতগুলি বিষয়ের কথা বলছেন। বিষয় ভিত্তিক আলোচনা হতে পারে তবে আমি মনে করি আড্ডা টাইপের একটু হাসাহাসি সময় কাটনো মজা করা ইত্যাদি টাইপের।
‘আমি কিছু বলতে চাই’ এই শিরোনামটা আমার কাছে ভালো লাগছে। কেননা সকল মানুষই বলতে চায় বলার মতো একটা প্লাটফরম পেলে।
কাজ নয় কথা বেশি
তাইলে শুরু কইরা দেন!
ম্যালা নাম এসেছে। আমার মাথা দিকি চুল্কায়।
যতই মাথা চুলকান, নাম একটা প্রস্তাব করতে হবে কিন্তুট
মাথায় চুল্কানির জন্য হারপিক লিকুইড দেন।
চিকিচ্ছা বিজ্ঞানে আপনার এই অবদানের জন্য আপনাকে নুবেল দেয়ার জন্য জোর দাবী জানাই।
ভাল কথা!
সদ্য আবিষ্কৃত কিনা এখও অনেকেই জানে না। পরীক্ষা করে দেখতে পারেন।
“যদিও জানি আমাদের সামান্য পরিসরে এই আলাপে এইসব সমস্যার সমাধান সম্ভব হবে না তবুও আমরা সবার সাথে আলাপের মাধ্যমে নানা অজানা তথ্য বা ধারনা পেতে পারব।”
আপনার ভাবনাটা সত্যিই অনেক সুন্দর বলে মনে হয়েছে, যতদূর মনে পরে এক সময় ব্লগে লাইফ আড্ডাও দেয়া হয়েছে। শুধু এটা বিষয় পরিস্কার করা উচিৎ আ্ড্ডা না আলোচনা, সমস্যা না সব কিছু, যদি আড্ডা হয় তবে তা যা কিছু নিয়েই হতে পারে তার মধ্যে ”বেদের মেয়ে জোসনা থেকে বাটার জুতার দাম অনুযায়ী মান কেমন কিংবা কৌতুক ধর্মী আড্ডা ডিম আগে না মুরগী আগে এই সব
আবার যদি আলোচোনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোজার বিষয় হয় মানে টক শো টাইপ তাহলে কিন্তু খোলামেলা আড্ডা হবে না।







আমরা কেউই রাজনীতি কিংবা ধর্ম এর বাইরে নয় তাই আলোচনার আগে সব বিষয় বিস্তারিত ভাবনার প্রয়োজন আছে বলে মনে হয়, এখানে সবাই একটু ভালো সময় কাটানোর পাশাপাশি একটি পারস্পরিক মধুর র্সম্পক্য তৈরী করতে চাচ্ছি সেই কারনে বিষয় গুলো নিয়ে আরো সচেতন হয়ে উপস্থাপন করার অনুরোধ করছি।
আমার মতামত হলো পরিবারের সবাই এক সাথে থেকে সকল ভালো কিছুকে সামনে তুলে আনা। যদি কোন ভুল করে থাখি আশা করি ক্ষমা করে দেবেন।
সবটাই শুধু আমার ব্যক্তিগত মতামত
আমার একটা নাম প্রস্থাব আছে ”শব্দনীড় রঙ্গমঞ্চ” মানে মঞ্চ/স্টেইজ শব্দনীড়ের কিন্তু অভীনেতা যে কেউ হতে পারে, যে কোন বিষয় আলোচনা আসতে পারে, যে কোন বিষয় মঞ্চয়ন হতে পারে।
ধন্যবাদ জানাই মোঃ খালিদ ওমর ভাইকে একটি সুন্দর বিষয় ভাবার জন্য।
আলোচনা, সমস্যা সব কিছু, যা কিছু নিয়েই হতে পারে তার মধ্যে ”বেদের মেয়ে জোসনা থেকে বাটার জুতার দাম অনুযায়ী মান কেমন কিংবা কৌতুক ধর্মী আড্ডা ডিম আগে না মুরগী আগে এই সব সহ বিষয় ভিত্তিক আলোচনা হতে পারে।
একটু হাসাহাসি সময় কাটনো মজা করা ইত্যাদি সাবই হবে।
শব্দনীড় রঙ্গমঞ্চ … আমাদের এইসব দিনরাত্রি।

শব্দনীড় রঙ্গমঞ্চ … ঘটন অঘটনে ঘটনা চক্র।
কথা নয় কাজ বেশী, তারাতারি শুরু করেন!