নেভিগেশন ইকুইপমেন্ট-NAVTEX


Navtex

Navigational Telex একটি আন্তর্জাতিক স্বয়ংক্রিয় ফ্রিকোয়েন্সির মাধ্যম সরাসরি-প্রিন্টিং সার্ভিস যা ন্যাভিগেশন এবং আবহাওয়ার সতর্কবার্তা এবং পূর্বাভাস প্রদানের পাশাপাশি জাহাজের কাছে জরুরি সামুদ্রিক নিরাপত্তার তথ্য প্রেরন করে। আবার এইসকল তথ্য মনিটরেও দেখা যায়। আপনি জাহাজের ব্রিজে (যেখান থেকে জাহাজ পরিচালন করে) থাকুন বা না থাকুন এটি আপনার জন্য সতর্ক বার্তা বা তথ্য নিজেই প্রিন্ট করে রাখবে। ব্রিজে এসে তথ্য দেখে জেনে নিবেন আপনার যাত্রা পথে কোন সমস্যা আছে কিনা। মাধ্যম? অবশ্যই satellite! স্যাটালাইট এসে গভীর সমুদ্রে আমাদের জাহাজ চালনা অত্যন্ত সহজ ও নিরাপদ করে দিয়েছে।
আগামীতে লিখব Radar নিয়ে, একটু অপেক্ষা করুন please।

7 thoughts on “নেভিগেশন ইকুইপমেন্ট-NAVTEX

  1. এই যন্ত্রের কাজ কন্টিনিউয়াস প্রিন্ট করে যাওয়া। নাকি থেমে থেমে স্যার ? জানাবেন। ধন্যবাদ।

    1. ইনারা খুবই শিক্ষিত যন্ত্র। সবসময় লিখেনওনা আবার বসে বসে হুক্কাও টানেনা, যখনি কোন তরংগ ভেসে আসে তখনই তার কলম সচল হয়।

      ধন্যবাদ জনাব। নেন একটুhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif ফুলের গন্ধ পরখ করেন-

      1. আলহামদুলিল্লাহ। মোগেম্বো খুশ হুয়া স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Laugh at.gif.gif

  2. * অপেক্ষায় আছি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifসুপ্রিয়।

  3. এই পর্ব পড়লাম। অপেক্ষা করবো নতুন কিছুর সাথে পরিচিত হবার জন্য।

    1. ধন্যবাদ দিদি।

      আশা করছি আধুনিক নেভিগেশন ইকুইপমেন্ট যা দিয়ে আজকাল অত্যন্ত সহজ ও নিরাপদে সাগরে আকাশে দুই ধরনের জাহাজ চলছে তার সব কিছুই একে একে তুলে ধরব।
      এসব আবিষ্কার ও ব্যবহার হচ্ছে বলে আমরা ঘরে বসে নিজের মোবাইল ফোন দিয়েই জানতে পারছি পৃথিবীর কোন প্রান্তে আমার জাহাজ রয়েছে।

      https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।